BJP: লক্ষ্যমাত্রা কেন পূরণ হচ্ছে না? বঙ্গ BJP সাংসদদের ‘টোটকা’ বাতলে দিলেন বনসল

BJP: এদিন বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠকে বনসল বলেন, এলাকায় সময় দিন। সংগঠনের কাজ করুন। কেন সদস্য সংগ্রহ অভিযান এমন হচ্ছে, সেই প্রশ্নও করেন তিনি। কেন সাংসদরা সদস্য সংগ্রহের ক্ষেত্রে তাঁদের কোটা পূরণ করতে পারছেন না, তা জানতে চান।

BJP: লক্ষ্যমাত্রা কেন পূরণ হচ্ছে না? বঙ্গ BJP সাংসদদের 'টোটকা' বাতলে দিলেন বনসল
বঙ্গ বিজেপির সাংসসদদের সঙ্গে বৈঠক করলেন সুনীল বনসল
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2024 | 8:18 PM

নয়াদিল্লি: রাজ্যে সদস্য সংগ্রহ অভিযান আশানুরূপ হয়নি। এই নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন। এবার বাংলা থেকে দলের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। সোমবার নিজের দিল্লির বাড়ির বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে তিনি বৈঠক করেন। সেই বৈঠকে ফের একবার ক্ষোভ উগরে দেন বনসল। সদস্য সংগ্রহ অভিযানে গতি আনতে কী করতে হবে, সেই পরামর্শও দিলেন।

বাংলা থেকে লোকসভায় এই মুহূর্তে বিজেপির সাংসদ সংখ্যা ১২। আর রাজ্যসভায় বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্য এবং অনন্ত মহারাজ। সব মিলিয়ে ১৪ সাংসদ। তবে এদিনের বৈঠকে থাকতে পারেননি চার সাংসদ। রাজু বিস্তা, মনোজ টিগ্গা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অনন্ত মহারাজ।

এদিন বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠকে বনসল বলেন, এলাকায় সময় দিন। সংগঠনের কাজ করুন। কেন সদস্য সংগ্রহ অভিযান এমন হচ্ছে, সেই প্রশ্নও করেন তিনি। কেন সাংসদরা সদস্য সংগ্রহের ক্ষেত্রে তাঁদের কোটা পূরণ করতে পারছেন না, তা জানতে চান। জানা গিয়েছে, দলের সাংসদদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন বনসল। একমাত্র সুকান্ত মজুমদার ছাড়া বাকি সাংসদরা সদস্য সংগ্রহ কোটা পূরণ করতে পারেননি বলে বৈঠকে তিনি উল্লেখ করেন।

বাংলা থেকে ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। কিন্তু, এখনও পর্যন্ত তা ২৫ লক্ষের দোরগোড়ায় পৌঁছেছে। বঙ্গ বিজেপির নেতাদের অনুরোধ মেনে সদস্য সংগ্রহ অভিযান ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সেই সময়সীমা ফের বাড়ানোর আবেদন জানানো হয়। সেই আবেদন মেনে সদস্য সংগ্রহ অভিযান ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল।

সাংসদদের বনসল বলেন, এলাকায় সময় দিতে হবে। অন্যদিকে, রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের হালহকিকত নিয়ে বনসলকে জানান বৈঠকে থাকা বঙ্গের বিজেপি সাংসদরা। স্থির হয়েছে, চলতি মাসে আবার বৈঠক হবে। সেখানে রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় প্রকল্পের ভূমিকা এবং প্রচার নিয়ে আলোচনা হবে বলে খবর।