Suvendu Adhikari: ‘ঢাকা থেকে ৩ লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখলের জন্য’, চরম কটাক্ষ শুভেন্দুর
Suvendu Adhikari on Bangladesh: বাংলাদেশ ইস্যুতে আগেই স্বর গরম রেখেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। এবার দখলের প্রসঙ্গে কার্যত ব্যাঙ্গ করে শুভেন্দু বলেন,"আমি খবর পেয়েছি তিন লক্ষ হাতে টানা রিক্সা রওনা না দিয়েছে কলকাতা দখলের জন্য।
কলকাতা: প্রথমে কলকাতা দখলের হুমকি। তারপর বাংলা-বিহার-ওড়িশা দখলের ডাক। কখনও বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মী, কখনও আবার বিএনপি নেতার হুমকি। অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত বাংলাদেশের নেতাদের মুখে হুমকির ফুলঝুরি। এবার তারই জবাব দিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বাংলাদেশ ইস্যুতে আগেই স্বর গরম রেখেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। এবার দখলের প্রসঙ্গে কার্যত ব্যাঙ্গ করে শুভেন্দু বলেন,”আমি খবর পেয়েছি তিন লক্ষ হাতে টানা রিক্সা রওনা না দিয়েছে কলকাতা দখলের জন্য। আরে ওদের আছেটা কী ভাই? রাফেল রাখা আছে হাসিমারায়। শুধু আওয়াজ দিতে হবে…। আমি আগেও বলেছি, আজও বলেছি প্যান্টে বাথরুম হবে।”
প্রসঙ্গত, এ দিন এই একই ইস্যুতে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বিধানসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “যাঁরা বলছেন দখল করবেন, তাঁরা ভাববেন না, আমরা বসে ললিপপ খাব।” তিনি আরও বলেন, “আপনার সেই ক্ষমতা নেই। আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু ধৈর্য্যের পরীক্ষা দিই।” পাশাপাশি, বাংলাদেশ নিয়ে ফেক ভিডিয়ো বাজারে চলছে বলেও মমতা দাবি করেন।