AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: ‘মেট্রোর উদ্বোধন হোক, সঙ্গে আমাদের বাড়িও ফিরুক’, মোদী আসার আগে বলছেন বউবাজারের বাসিন্দারা

Kolkata Metro: ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ চলাকালীন ২০১৯ সালে প্রথমবার বিপর্যয় হয়েছিল। তারপর থেকে কেটে গিয়েছে দীর্ঘ সময়। এখনও অনেকেই গৃহহীন। অনেকেই কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের দেওয়া অর্থে অন্যত্র ভাড়ায় থাকছেন।

Kolkata Metro: ‘মেট্রোর উদ্বোধন হোক, সঙ্গে আমাদের বাড়িও ফিরুক’, মোদী আসার আগে বলছেন বউবাজারের বাসিন্দারা
কী বলছেন বউবাজারের বাসিন্দারা? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 15, 2025 | 6:53 PM
Share

কলকাতা: মেট্রোর উদ্বোধন হোক, তবে শহরে এসে প্রধানমন্ত্রী গুরুত্ব দিক আমাদের বাড়ি তৈরির ব্যাপারেও, দাবি বউবাজারের বিপর্যস্ত এলাকার বাসিন্দাদের। ২২ অগস্ট রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন তিনটি রুটে মেট্রো চালু হবে ওই ২২ তারিখ থেকে। উদ্বোধন করবেন খোদ মোদী। তারমধ্যেই এবার উদ্বেগের সুরেই বড়সড় দাবি তুললেন বউবাজারের বাসিন্দারা। 

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ চলাকালীন ২০১৯ সালে প্রথমবার বিপর্যয় হয়েছিল। তারপর থেকে কেটে গিয়েছে দীর্ঘ সময়। এখনও অনেকেই গৃহহীন। অনেকেই কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের দেওয়া অর্থে অন্যত্র ভাড়ায় থাকছেন। এই কয়েক বছরে আরও তিনবার বিপর্যয় হয়েছে বউবাজারে। ভূ-গর্ভে জল বেরিয়ে ধস নেমেছে।

পুরসভার তথ্য বলছে, ২৪টি বাড়ি সম্পূর্ণ রূপে এবং ১৫টি বাড়ি আংশিক রূপে ভেঙে পড়েছে। তবে উদ্বেগের মেঘ কাটিয়ে পরবর্তীতে কাজ চলেছে পুরোদমে। যে প্রকল্প নিয়ে কার্যত প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছিল, সেই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মাঝের অংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে। বিপর্যস্ত এলাকার বাসিন্দারা বলছেন, মেট্রো প্রকল্প হোক। সাধারণ মানুষের কাছে মেট্রো লাইফ লাইন। কিন্তু আমাদের আবেদন, প্রধানমন্ত্রী যখন কলকাতায় আসছেন, আমাদের বাড়িগুলো যাতে তাড়াতাড়ি তৈরি হয় সেটা যেন তিনি ব্যক্তিগতভাবে খতিয়ে দেখেন। এমনই কাতর আবেদন উবাজারের দুর্গাপিতুরি, স্যাকরাপাড়ার বাসিন্দাদের। 

ঘরহারারা বলছেন, প্রধানমন্ত্রী যেন বাড়ি তৈরির ব্যাপারে যতটা সম্ভব মেট্রোর আধিকারিকদের একটু তাড়া দেন। তবে একইসঙ্গে তাঁদের মধ্যে নতুন আশঙ্কার মেঘও দানা বেঁধেছে। ২০২৭ সালের সময়সীমা দেওয়া হলেও আদৌ তাঁরা নবনির্মিত বাড়ি পাবেন কিনা তা নিয়ে উদ্বেগ বাড়ছেই।