Madhyamik Exam 2024: মাধ্যমিক পরীক্ষার সময় নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে

Calcutta High Court: আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার সূচিতে কোনও বদল হয়নি, তবে সময় পরিবর্তন করা হয়েছে। পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, সকাল ৯টা ৪৫ মিনিট থেকে হবে পরীক্ষা। পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখে এই বিজ্ঞপ্তি বলে দাবি করেছে পর্ষদ।

Madhyamik Exam 2024: মাধ্যমিক পরীক্ষার সময় নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে
মাধ্যমিক পরীক্ষা নিয়ে মামলাImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2024 | 12:19 PM

কলকাতা: মাধ্যমিক পরীক্ষা নিয়ে এবার মামলা কলকাতা হাইকোর্টে। সম্প্রতি পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সময় বদলে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার। নতুন সময় নিয়ে আপত্তি জানিয়েই মামলা হয়েছে আদালতে। পরীক্ষার মাত্র কয়েকদিন আগে কেন সময় বদল করা হল, সেই প্রশ্নও তোলা হয়েছে মামলায়। আগামী ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা। তার আগেই এই মামলার জেরে নতুন জট তৈরি হতে পারে কি না, তা নিয়ে বেড়েছে জল্পনা। পরীক্ষার সময় পরিবর্তন করা হলেও সূচিতে কোনও পরিবর্তন করা  হচ্ছে না।

এতদিন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা শুরু হত সকাল ১১টা ৪৫ মিনিটে, শেষ হত দুপুর ৩টেয়। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ে দেখার জন্য সময় দেওয়া হত পড়ুয়াদের। এবার সময় এগিয়ে আনা হয়েছে। পর্ষদের নোটিস অনুযায়ী, পরীক্ষা শুরু হবে ৯ টা ৪৫ মিনিটে, শেষ হবে দুপুর ১টায়।

বুধবার হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে দায়ের হয়েছে এই মামলা। সময় বদলের জন্য ছাত্রছাত্রীরা সমস্যায় পড়বে বলে দাবি করা হয়েছে। মামলাকারী আইনজীবীর দাবি, আগের সময়েই পরীক্ষার নির্দেশ দিক আদালত। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, নতুন সময়ে পরীক্ষা হলে সমস্যায় পড়বে বহু ছাত্রছাত্রী। বিশেষত গ্রামাঞ্চল, পাহাড় বা সুন্দরবন এলাকার ছাত্রছাত্রীরা সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবে না বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

২০২৩ সালে, মধ্যশিক্ষা পর্ষদ পুরনো সময় পরীক্ষার কথা জানিয়েছিল। তারপরও কীভাবে পরীক্ষার কয়েক দিন আগে সময় বদল করতে পারে, সেই প্রশ্ন তুলেই মামলা হয়েছে হাইকোর্টে।