Mamata-Rahul: জোট জল্পনার মাঝেই একই সময়ে উত্তরবঙ্গে মমতা-রাহুল

Mamata-Rahul: সম্প্রতি রাহুল গান্ধী সংবাদমাধ্যমে বলেছেন, তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভাল। আসন ভাগাভাগি নিয়ে কথাবার্তা চলছে বলেও জানিয়েছেন তিনি। রাহুলের সেই মন্তব্যের পরই দলীয় বৈঠকে মমতা যেভাবে কংগ্রেসের ওপর বিরক্তি প্রকাশ করেছেন, তা প্রদেশ কংগ্রেস খুব একটা ভাল চোখে দেখছেন না।

Mamata-Rahul: জোট জল্পনার মাঝেই একই সময়ে উত্তরবঙ্গে মমতা-রাহুল
মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী। Image Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2024 | 11:59 AM

কলকাতা: ভোটের আর মাত্র কয়েক মাস বাকি। অথচ জোটের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল। শাসকের বিরোধিতায় ঢাক-ঢোল পিটিয়ে আসরে নেমেছিলেন বিরোধীরা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সমীকরণে নতুন মোড় আসছে। বিশেষত বাংলায় জোটের অঙ্ক মেলাতে কপালে বেগ পেতে হচ্ছে রাজনীতিকদের। মঙ্গলবারও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কংগ্রেস ‘উল্টোপাল্টা আসন’ চাইছে। কটা আসন দেবেন সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। সেই জল্পনার মাঝেই রাজ্যে আসছেন রাহুল গান্ধী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে সময়ে উত্তরবঙ্গে যাচ্ছেন, ঠিক সেই সময়েই রাহুলও থাকবেন উত্তরবঙ্গে। নির্ধারিত সূচি তেমনটাই বলছে।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী ২৯ জানুয়ারি থেকে জেলা সফর শুরু করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফর সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে সূত্রের খবর, আগামী ২৯ জানুয়ারি কোচবিহারে প্রশাসনিক সভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতেও সভা করতে পারেন তিনি। আর ওই একই সময়ে উত্তরবঙ্গে থাকার কথা রাহুল গান্ধী। ২৮ ও ২৯ তারিখ শিলিগুড়ির একাধিক জায়গায় পদযাত্রা হওয়ার কথা তাঁর। ভারত জোড় ন্যায় যাত্রা-র অংশ হিসেবে উত্তরবঙ্গে ওই সফরে থাকবেন রাহুল।

ইন্ডিয়া জোটের শরিক দুই দলের দুই শীর্ষ নেতা একই সময়ে উত্তরবঙ্গ সফরে গেলে তাঁদের মধ্যে কোনও যোগাযোগ তৈরি হয় কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

উল্লেখ্য, সম্প্রতি রাহুল গান্ধী সংবাদমাধ্যমে বলেছেন, তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভাল। আসন ভাগাভাগি নিয়ে কথাবার্তা চলছে বলেও জানিয়েছেন তিনি। রাহুলের সেই মন্তব্যের পরই দলীয় বৈঠকে মমতা যেভাবে কংগ্রেসের ওপর বিরক্তি প্রকাশ করেছেন, তা প্রদেশ কংগ্রেস খুব একটা ভাল চোখে দেখছেন না। মমতা বলেছেন, “দশটা-বারোটা যা খুশি আসন চাইছে ওরা, আমি দুটো-র বেশি দেব না।”