Puja Holiday: আজ থেকেই পুজোর ছুটি, ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী
Puja Holiday: সোমবার রাতভর বৃষ্টি হওয়ায় মঙ্গলবার সকালে কার্যত জলে ডুবে গিয়েছে কলকাতা। কোথাও কোথাও ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হচ্ছে এক রাতে। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরনোই দুষ্কর হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। এই দুর্যোগের পরিস্থিতিতে আগাম ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছুটির কথা জানিয়েছেন।

কলকাতা: দু’দিন পর থেকে পুজোর ছুটি পড়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবারই পুজোর ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার রাতভর বৃষ্টি হওয়ায় মঙ্গলবার সকালে কার্যত জলে ডুবে গিয়েছে কলকাতা। কোথাও কোথাও ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হচ্ছে এক রাতে। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরনোই দুষ্কর হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। এই দুর্যোগের পরিস্থিতিতে আগাম ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছুটির কথা জানিয়েছেন।
এই দুর্যোগের পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে এবং দুর্ঘটনা থেকে রক্ষা করতে ২৪ এবং ২৫ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এরপর অর্থাৎ আগামী ২৬ সেপ্টেম্বর থেকে যেহেতু সরকারিভাবে পুজোর ছুটি পড়ছে, তাই কার্যত বুধবার থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে।
আজ, মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। পরীক্ষার দিন পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে। সব কলেজ ও বিশ্ববিদ্যালয়েই ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত মোট ৮ জনের মৃত্যু হয়েছে কলকাতা শহরে। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। বেলা বাড়লেও রাস্তা থেকে জল নামানো সম্ভব হয়নি। তাই আশঙ্কা আরও বাড়ছে। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিচ্ছে না প্রশাসন। পুজো উদ্বোধনের যে পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রীর, তাও বাতিল করে দেওয়া হয়েছে। বিচার ভবনে এদিন বিচারকও বসেননি। একাধিক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
