Mamata Banerjee speech: বাবা, মা, ভাই, বোন.. গোটা রাজ্যটাই তৃণমূল, কী করব বলুন: মমতা

Mamata Banerjee speech: রাজ্যে একাধিক সাম্প্রতিক ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অনেক ক্ষেত্রে শুরু হয়েছে সিবিআই তদন্তও।

Mamata Banerjee speech: বাবা, মা, ভাই, বোন.. গোটা রাজ্যটাই তৃণমূল, কী করব বলুন: মমতা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2022 | 7:41 PM

কলকাতা : সম্প্রতি রাজ্যে পরপর বেশ কয়েকটি ঘটনায় অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। কোথাও প্রত্যক্ষভাবে, কোথাও পরোক্ষভাবে নাম জড়িয়েছে তৃণমূলের। সে বগটুই হত্যাকাণ্ডই হোক বা হাঁসখালির ‘গণধর্ষণ’,  সব ক্ষেত্রেই আঙুল উঠেছে ঘাসফুল শিবিরের দিকে। আর এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর দাবি, দল কোনও খারাপ কাজ করতে বলছে না, তা সত্ত্বেও বারবার তৃণমূলের কথা টেনে আনা হচ্ছে। কার্যত তাঁর অভিযোগ, বিরোধীরা শাসক শিবিরের ভাবমূর্তি নষ্ট করতেই এ ভাবে তৃণমূলের কথা উল্লেখ করছে। সোমবার বিশ্ব বাংলা প্রাঙ্গনের উদ্বোধনে গিয়ে এভাবেই বিরোধীদের বিরুদ্ধে সরব হন মমতা।

সম্প্রতি নদিয়ার হাঁসখালিতে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতার ছেলের। রবিবার ওই তৃণমূল নেতার ছেলেকে গ্রেফতারও করা হয়েছে। ঘটনাটি দিনকয়েক আগের হলেও শনিবার অভিযোগ দায়ের হয় থানায়। আর তারপরই বেপাত্তা হয়ে গিয়েছেন তৃণমূল নেতা। শোনা যাচ্ছে, সপরিবারের ‘আত্মগোপন’ করেছেন ওই তৃণমূল নেতা। স্বাভাবিকভাবেই এই ইস্যুতে শাসক দলকে ছেড়ে কথা বলছে না বিরোধীরা। রাস্তায় নেমে প্রতিবাদ জানানো হচ্ছে। সেই ইস্যুতে কথা বলতে গিয়েই সোমবার মমতা বলেন, ‘কী করবেন বলুন, গোটা রাজ্যটাই তৃণমূল। মা, বাবা, ভাই, বোন, মাসি, পিসি সবাই তৃণমূল।’ দলনেত্রীর প্রশ্ন, ‘তৃণমূলকে টানার কী দরকার? দল শিখিয়ে দিচ্ছে না দল করেছে?’ বাবা তৃণমূল করে তার সঙ্গে ছেলে কোথায় প্রেম করছে, তার সম্পর্ক নেই বলেই দাবি মমতার।

সম্প্রতি বীরভূমের বগটুইতে তৃণমূল নেতা ভাদু শেখ খুন হওয়ার পর গ্রামের একের পর এক বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পরের দিন উদ্ধার হয় একের পর এক দেহ। অভিযোগ ওঠে তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার হন তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেন। শুধু তাই নয়, ঝালদায় কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনাতেও শাসক দলের ভূমিকা আছে বলে মনে করছেন বিরোধীরা। তপন কান্দুকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে পরিবারের তরফে। আর এবার হাঁসখালিতে সরাসরি তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে অভিযোগ। বারবার বিভিন্ন ইস্যুতে যখন শাসক শিবিরের অস্বস্তি বাড়ছে, তখনই মমতা ব্যাখ্যা করলেন, অভিযোগ মানেই তৃণমূল, এমনটা হওয়া উচিত নয়। সেই সঙ্গে তিনি এও উল্লেখ করেন, কাউকে গ্রেফতার করার সময় রঙ দেখা হচ্ছে না। আর এমনটা শুধু বাংলাতেই সম্ভব।

আরও পড়ুন : Adhir attacks Mamata Banerjee: ‘নাবালিকা ধর্ষিত হল, আর আপনি খুঁজছেন সে গর্ভবতী কি না?’ মমতাকে তোপ অধীরের