Mamata Banerjee UPDATE: ক্যাগ রিপোর্ট নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন মমতা
Mamata Banerjee: বেলা ১টার কিছু আগে ধরনাস্থলে যান মমতা। পরণে কালো পাড় সাদা শাড়ি, কালো শাল, পায়ে সাদা হাওয়াই চটি। লোকসভা ভোটের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ধরনা। এই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো কোন বার্তা দেন, নজর সেদিকে।
কলকাতা: বাংলার পাওনা আদায়ে ফের ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার রেড রোডে আম্বেদকর মূর্তির কাছে ধরনায় বসবেন তৃণমূল সুপ্রিমো। ২ দিন ধরনা চলবে। ইতিমধ্যেই ধরনাস্থলে পৌঁছে গিয়েছেন মমতা। বেলা ১টার কিছু আগে ধরনাস্থলে যান মমতা। পরণে কালো পাড় সাদা শাড়ি, কালো শাল, পায়ে সাদা হাওয়াই চটি। লোকসভা ভোটের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ধরনা। এই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো কোন বার্তা দেন, নজর সেদিকে।
ধরনা মঞ্চের সমস্ত আপডেট
- মমতা বলেন, “সিপিএম কখনও বিজেপির বিরোধিতা করতে পারত না, করতও না। সেই কারণে সিপিএম এখন বিজেপির সবচেয়ে বড় বন্ধু। আমরা তো কংগ্রেসকে বলেছিলাম তোমরা ৩০০ আসনে লড়াই কর। বাকি আসনে আমরা লড়াই করব। সেটা করল না। প্রথমেই চলে এল বাংলা।”
- হেমন্ত সোরেনের গ্রেফতারিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করেন মমতা।
- মমতা বলেন, দু’বছর ১০০ দিনের কাজের টাকা দেয়নি। বন্ধ করে রেখেছে। আমাদের থেকে টাকা তুলে নিয়ে যায়, সেই টাকাই আমাদের ফেরত দেয়। সেই টাকাও বন্ধ করে রেখেছে। বাংলায় এখন ১০০ দিনের কাজে ১৯ লক্ষ কর্মদিবস তৈরি হয়েছে।
- কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, “আপনার সরকারের সব দফতরে কী হয়েছে? যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে দেখা যাবে সবাই ধরা পড়বে। সব দফতরেই ৩০ শতাংশ কমিশন দিয়ে কাজ করাতে হয়।”
- আমাকে বলছে ২০০৩ সালের দায়িত্ব নিতে। কেন নেবো ? আমি তো তখন ক্ষমতাতেই আসিনি। আরে তখন তো তৃণমূল কংগ্রেসের সবে চার বছর বয়স। অভিষেককে একটা চিঠি দিয়েছে যখন অভিষেক জন্মায়নি পর্যন্ত, ধরনামঞ্চ থেকে বলেন মমতা।
- এদিনের ধরনামঞ্চ থেকে ক্যাগ রিপোর্ট নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, “ক্যাগ রিপোর্ট না কি অমান্য করেছেন বলছে। আমি প্রধানমন্ত্রীকে স্ট্রং চিঠি দিচ্ছি। ক্যাগ পুরো ভুল বলছে।”
- কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে উঠেপড়ে লাগবে তৃণমূল, বার্তা মমতার।
- এদিন ধরনামঞ্চে আসেন শত্রুঘ্ন সিনহা। বলেন, গণতন্ত্র রক্ষার জন্য এখানে ধরনামঞ্চে এসেছেন। তিনি বলেন, “গণতন্ত্রকে বাঁচাতে যেখানেই যেতে হবে আমি যাব । আমি এসেছি বলতে ‘ খামোশ’। তবে তা কেন্দ্রীয় সরকারকে জন্য। বাংলার আওয়াজ ওরা শুনতেই পাচ্ছেন না । বাংলার জনগণকে বঞ্চনা করার অধিকার কে দিয়েছে?”
- মঞ্চে এলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা।
- মঞ্চে আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অনন্যা বন্দ্যোপাধ্যায়-সহ কাউন্সিলররা। ধরনাস্থলে এসেছে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমাররাও রয়েছেন। আছেন সুজিত বসু, শোভনদেব চট্টোপাধ্যায়রা।
- কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আজ মমতার ধরনা। ধরনা মঞ্চে মমতার সঙ্গে যাঁরা বসেছেন, সকলের পরণে কালো পোশাক।
- এর আগে গত মে মাসে দু’দিনের জন্য ধরনায় বসেছিলেন মমতা। বছর ঘুরতেই আরও একবার ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী।
- আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে ধরনামঞ্চে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়।