Jamai Sasthi: ইলিশ ২০০০, গলদা ১০০০! গ্যাঁটের কড়ি খসিয়েই চলছে জামাইষষ্ঠীর কেনাকাটি, জেনে নিন বাজারদর…
Jamai Sasthi: কলকাতার বেহালার বাজারে এখন এক কিলো ইলিশের দাম ১৪০০ টাকার আশপাশে ঘোরাফেরা করছে। বড় ভেটকির দাম কিলো প্রতি ৮০০ টাকা, পমফ্রেটের দাম ৮০০-৯০০ টাকা।
কলকাতা ও শিলিগুড়ি : রবিবার জামাইষষ্ঠী। জামাই আদরে কোনও ঘাটতি রাখতে চাইছেন না শ্বশুর শাশুড়িরা। শনিবার সকাল থেকেই বিভিন্ন বাজারগুলিতে উপচে পড়া ভিড়। জমজমাট বাজার। রকমারি মাছের সম্ভার। ইলিশ, ভেটকি, চিংড়ি, তোপসে… কী নেই বাজারে! তবে ছ্যাঁকা লাগছে কিনতে গেলে। দাম বেশ চড়া বাজারে। কিন্তু জামাইষষ্ঠী বলে কথা। তাই ট্যাঁকের টাকা খসিয়ে চড়া দামেই বাজার সারছেন অনেকে। কলকাতার বেহালার বাজারে এখন এক কিলো ইলিশের দাম ১৪০০ টাকার আশপাশে ঘোরাফেরা করছে। বড় ভেটকির দাম ৮০০ টাকা, পমফ্রেটের দাম ৮০০-৯০০ টাকা। গলদা চিংড়ির দাম আবার আকার অনুযায়ী ৭০০ টাকা, ৮০০ টাকা এমনকী ১০০০ টাকা প্রতি কেজি পর্যন্তও উঠছে।
বাজারে অন্যান্য দিনের তুলনায় দাম অনেকটাই বেশি। এক কেজি ওজনের যে ইলিশ তার দাম প্রায় ১৪০০ টাকার আশপাশে ঘোরাফেরা করছে। আর এক কেজির কম ওজনের যে ইলিশ, তার দাম কিলো প্রতি ১২০০ টাকা। ক্রেতারা বলছেন, “কিনতে যখন হবে, তখন তো কিছু করার নেই। পরিমাণ কিছুটা কমিয়ে নিতে হবে।”
এমন চড়া দামের মধ্যেও সাধ্য মতো জামাইষষ্ঠীর বাজার সেরে ফেলছেন শ্বশুররা। শুধু কলকাতা নয়, উত্তরবঙ্গেও একই ছবি। শিলিগুড়ির বাজারে আবার উঠেছে বাংলাদেশের ইলিশ। গতকালই বাংলাদেশ থেকে এসে ঢুকেছে ইলিশ। শিলিগুড়ির বাজারে ইলিশের দাম আরও চড়া। ১৫০০-২০০০ টাকা প্রতি কেজি পর্যন্ত দর উঠছে ইলিশের। ভেটকির দাম উঠেছে ৬০০-৮০০ টাকা, চিংড়ির দাম ৮০০ টাকা। ১০ কিলো, ১৫ কিলো, ২০ কিলো ওজনের কাতলা মাছও উঠেছে শিলিগুড়ির বাজারে। প্রায় ৬০০ টাকা প্রতি কেজি দর উঠছে সেই কাতলার। রাত পোহালেই জামাইষষ্ঠী। তাই নিজেদের সামর্থ্য মতো বাজার সেরে নিচ্ছেন সকলেই।
শিলিগুড়ির বাজারের মাছ বিক্রেতারা বলছেন, “জামাইষষ্ঠীর বাজার খুব ভাল। আগের চেয়ে অনেকটাই ভাল এবারের অবস্থা। সব মাছই বিক্রি হচ্ছে, তবে ইলিশ মাছের চাহিদা তুলনামূলকভাবে কিছুটা বেশি।” বাজারে শুধু শ্বশুররাই নন, ভিড় জমিয়েছেন জামাইরাও। বাজার করতে আসা এক ব্যক্তির স্ত্রী আবার আবদার করেছেন, বাপের বাড়ি যাবেন ইলিশ নিয়েই। অগত্যা সকালেই বাজারে এসে কিনে নিয়েছেন আস্ত একটা ইলিশ। আবার এক শ্বশুর জানালেন, তিনি জামাইয়ের জন্য চার রকমের মাছ কিনেছেন। দাম একটু চড়া। কিন্তু উপাই নেই।