Metro Dairy Case: মেট্রো ডেয়ারি মামলায় সিবিআই নয়, অধীর চৌধুরীর আর্জি খারিজ করল হাইকোর্ট
Metro Dairy Case: সিঙ্গাপুরের সংস্থা সেই শেয়ার কিনেছে। মেট্রো ডেয়ারির ৪৭ শতাংশ শেয়ার ঘুরপথে বিক্রি হয়েছে বলে অভিযোগ। আগেই এই মামলার প্রেক্ষিতে সিবিআই জানিয়েছিল, যদি আদালত চায়, তাহলে তারা তদন্ত করতে প্রস্তুত।
কলকাতা: মেট্রো ডেয়ারি মামলায় সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে কোনও অবৈধতা নেই। তাই আদালত এই বিষয়ে কোন হস্তক্ষেপ করবে না। প্রসঙ্গত, মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে অনিয়ম হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘ শুনানির পর অধীর চৌধুরীর আর্জি খারিজ করে দেয় হাইকোর্ট।
মেট্রো ডেয়ারিতে রাজ্যের শেয়ার ছিল ৪৭ শতাংশ। সেক্ষেত্রে সেই শেয়ার বিক্রির প্রক্রিয়ায় কোন গলদ নেই। সোমবার মেট্রো ডেয়ারি মামলায় রায় দিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।
বিশ্লেষকদের মতে, এই রায়ে হাইকোর্টে বড় জয় পেল রাজ্য। কিন্তু চরম অস্বস্তিতে অধীর চৌধুরী। সোমবার হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে, এই মামলায় তদন্ত করবে রাজ্য পুলিশই।
২০১৮ সালে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেন অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, মেট্রো ডেয়ারির শেয়ার সস্তায় বিক্রি করে দেওয়া হয়েছে। তাতে কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন সাংসদ। কেভেন্টারের পক্ষের আইনজীবী দেবাঞ্জন মণ্ডল এ দিন জানিয়েছেন, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চের তরফে বলা হয়েছে, যে ভাবে রাজ্য সরকার মাদার ডেয়ারির শেয়ার বিক্রি করেছে, তা অবৈধ নয়।
সিঙ্গাপুরের সংস্থা সেই শেয়ার কিনেছে। মেট্রো ডেয়ারির ৪৭ শতাংশ শেয়ার ঘুরপথে বিক্রি হয়েছে বলে অভিযোগ। আগেই এই মামলার প্রেক্ষিতে সিবিআই জানিয়েছিল, যদি আদালত চায়, তাহলে তারা তদন্ত করতে প্রস্তুত। সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অধীর চৌধুরী। দীর্ঘ শুনানি চলে। তারপর হাইকোর্ট স্পষ্ট করে দেয়, এখনই এই মামলায় সিবিআই তদন্তের প্রয়োজন নেই। রাজ্য পুলিশই এই মামলার তদন্ত করবে। উল্লেখ্য, এই মামলায় রাজ্য সরকারের তরফে আদালতে সওয়াল করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম।
এদিনের রায় প্রসঙ্গে কেভেন্টারের পক্ষে আইনজীবী দেবাঞ্জন মন্ডল বলেন, “আদালতেক এই রায় প্রমাণ করে দিল কেভেন্টারের নীতিগত সিদ্ধান্তে কোনও ভুল ছিল না। ন্যায্য মূল্যেই শেয়ার কেনাবেচা হয়েছে। শেয়ার বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়েছিল। মামলাকারী সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন। কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছে।”