DYFI Brigade: ‘জাতীয় পতাকায় কোনো অসুবিধা নেই’, বলছেন দীপ্সিতা, রণকৌশল বদলাচ্ছে সিপিএম?

DYFI Brigade: প্রসঙ্গত, ৩ নভেম্বর থেকে রাজ্যজোড়া যে ইনসাফ যাত্রা শুরু করেছিলেন ডিওয়াইএফআইয়ের কর্মী-সমর্থকেরা তা শেষ হয়েছে ২২ ডিসেম্বর যাদবপুরে এসে। ২৯১০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সময় সবথেকে লক্ষ্যনীয় ছিল জাতীয় পতাকার নজরকাড়া অবস্থান।

DYFI Brigade: ‘জাতীয় পতাকায় কোনো অসুবিধা নেই’, বলছেন দীপ্সিতা, রণকৌশল বদলাচ্ছে সিপিএম?
ফের চর্চা রাজনীতির আঙিনায় Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2024 | 2:16 PM

কলকাতা: বারবার গায়ে লেগেছে দেশবিরোধী তকমা। যাদবপুর থেকে জামিয়া, জেএনইউ থেকে এইচসিইউ, সর্বত্র বাম সংগঠনগুলির গায়ে রাষ্ট্রদ্রোহী তকমা সেঁটে দিতে উঠে পড়ে লেগেছে পদ্ম শিবির। বিতর্কও হয়েছে। চাপানউতরও চলেছে রাজ্য-রাজনীতির আঙিনায়। কিন্তু, এবার কী লোকসভা নির্বাচনের আগে নীতি-আদর্শের পাঠ খানিক সরিয়ে রেখে জাতীয়বাদী রাজনীতির হাত ধরে ঘুরে দাঁড়াতে চাইছে লাল পতাকার লোকজন? ব্রিগেডমুখী ‘ইনসাফ যাত্রার’ ছবিটা দেখে এমনটাই মত ওয়াকিবহাল মহলে একটা বড় অংশের। 

প্রসঙ্গত, ৩ নভেম্বর থেকে রাজ্যজোড়া যে ইনসাফ যাত্রা শুরু করেছিলেন ডিওয়াইএফআইয়ের কর্মী-সমর্থকেরা তা শেষ হয়েছে ২২ ডিসেম্বর যাদবপুরে এসে। ২৯১০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সময় সবথেকে লক্ষ্যনীয় ছিল জাতীয় পতাকার নজরকাড়া অবস্থান। লাল-শ্বেত পতাকার সঙ্গেই সব মিছিলেই উড়েছে ভারতের পতাকা। এদিন ব্রিগেডের মঞ্চে সেই জাতীয় পতাকারই ঘনঘটা দেখতে পাওয়া গেল। প্রসঙ্গত, জাতীয় পতাকা উত্তোলন নিয়ে বামেদের মধ্যে নানা চর্চা বিতর্ক হয়েছে। কিন্তু, বছর খানেক আগেও আলিমুদ্দিন স্ট্রিটে উড়েছে জাতীয় পতাকা। 

এই রাজ্যের, এই দেশের জাতীয়বাদকে খুব একটা এগোয় না বামপন্থীরা, নানা শিবির থেকে প্রায়শই ওঠে এই অভিযোগ। সেখানে বাম ব্রিগেডে পতপত করে জাতীয় পতাকা উড়তে দেখে চোখ কপালে তুলছেন অনেকেই। লোকসভা ভোটের আগে মরা গাঙে জোয়ার আনতে তবে কী এবার জাতীয়বাদী নীতিকেই আকড়ে ধরতে চাইছেন বাম নেতারা? সেই প্রশ্ন জোরালো হচ্ছে। 

নতুন সিপিএমের জন্ম হচ্ছে? 

এদিকে গত কয়েকদিন ধরে সিপিএমের রাজ্য সম্পাদক বারংবার বলছেন, বাংলাকে বাঁচানোর জন্য যৌবনের হাত ধরে বামপন্থীরাই পুর্নজাগরণ করতে পারবেন। নতুন সিপিএমের জন্ম হচ্ছে। যার সূচনা হয়তো এদিনের ইনসাফ ব্রিগেড থেকে দেখা যেতে পারে। এমনটাই মত ওয়াকিবহাল মহলের। হয়তো তারই একটা ইঙ্গিত স্পষ্ট হচ্ছে ডিওয়াইএফআইয়ের পতাকার সঙ্গে জাতীয় পতাকার অবস্থানে।

বাম নেত্রী দীস্পিতা ধর অবশ্য বলছেন, “এর আগেও বহুবার নির্বাচনের সময়, মিছিলের আমাদের সংগঠনের পতাকার সঙ্গে জাতীয় পতাকা উড়েছে। আমাদের ভারতের পতাকার সঙ্গে কোনও অসুবিধা নেই। আরএসএস ৫০ বছর ধরে নিজেদের কেন্দ্রে কোনওদিন জাতীয় পতাকা উত্তোলন করেনি তাঁদের অসুবিধা আছে। তাঁদের কাছ থেকে আমরা সার্টিফিকেট নেব না।”