Naushad Siddiqui: ‘পশ্চিমবঙ্গের জন্য ৮০ বা ৯০ শতাংশ সিট সংরক্ষণ করতে হবে’, দাবি তুললেন নওশাদ
Naushad Siddiqui: নওশাদ বলেন, "এমনি আমাদের রাজ্যে কাজ নেই। কাজ যদি থাকে তার মূল্যায়ন হয় না। পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। ভিন রাজ্যের প্রচুর মানুষ কাজে জন্য এই রাজ্যে আসছেন।"

কলকাতা: রবিবার ছিল SSC পরীক্ষা। আর সেই পরীক্ষায় এ রাজ্য তো বটেই, ভিন রাজ্যের বহু পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। এসএসসি সূত্রে খবর, ভিন রাজ্য থেকে প্রায় ৩১ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছিলেন। এই নিয়ে বিজেপি-তৃণমূলের কাটাছেড়ার মাঝেই এবার বাংলার নাগরিকদের জন্য আসন সংরক্ষণের দাবি তুললেন আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকি।
নওশাদ বলেন, “এমনি আমাদের রাজ্যে কাজ নেই। কাজ যদি থাকে তার মূল্যায়ন হয় না। পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। ভিন রাজ্যের প্রচুর মানুষ কাজে জন্য এই রাজ্যে আসছেন। যেহেতু এখানে বাঙালিদের কাজ সংরক্ষণ করা নেই তাই এখানে আসছেন। তাই আমি বলতেই পারি এই ৮০ বা ৯০ শতাংশ সিট সংরক্ষণ করতে হবে। অন্যান্য রাজ্যের মানুষরা এসে পরীক্ষা দেবেন তার বিরোধিতা এখনই করতে পারব না। কিন্তু এ রাজ্যের নাগরিকের জন্য সংরক্ষণ দরকার।”
বস্তুত, এসএসসি জানিয়েছিল, এবার পরীক্ষায় বসছেন মোট ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থী। ৭ ও ১৪ তারিখ হচ্ছে পরীক্ষা। ৭ তারিখ নবম-দশমের পরীক্ষায় বসছেন ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন চাকরিপ্রার্থী। কিন্তু সকাল থেকেই দেখা যায়, বাংলার শিক্ষক নিয়োগের পরীক্ষায় ঝাঁকে ঝাঁকে এলেন ভিন রাজ্যের চাকরিপ্রার্থীরাও। ২০১৬ এর পরীক্ষায় হিন্দি মিডিয়ামদের অনুমতি ছিল না বলে খবর। এবারেই প্রথম। আজ এই নিয়েই মন্তব্য করেন নওশাদ।
