ব্যাহত হচ্ছে তদন্ত প্রক্রিয়া, নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে ধৃত ২ জনকে হেফাজতে চায় এনআইএ

নিমতিতা বিস্ফোরণে (Nimtita Blast Case) অভিযুক্তদের হেফাজতে চাইল এনআইএ (NIA)। আজ বিশেষ এনআইএ কোর্টে ওই আবেদন জানানো হয়।

ব্যাহত হচ্ছে তদন্ত প্রক্রিয়া, নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে ধৃত ২ জনকে হেফাজতে চায় এনআইএ
ধৃত ২ ব্যক্তি
Follow Us:
| Updated on: Mar 15, 2021 | 5:27 PM

মুর্শিদাবাদ: নিমতিতা বিস্ফোরণে (Nimtita Blast Case) অভিযুক্তদের হেফাজতে চাইল এনআইএ (NIA)। আজ বিশেষ এনআইএ কোর্টে ওই আবেদন জানানো হয়। দুই অভিযুক্ত আপাতত রয়েছে সিআইডি হেফাজতে। এর আগে এনআইএ-র আবেদনে তদন্ত সংক্রান্ত সব নথি জমা দিয়েছিল সিআইডি।

অভিযুক্তদের হাতে না পাওয়ায় আটকে ছিল তদন্ত প্রক্রিয়া। সে জন্যই এই আবেদন। নিমতিতা বিস্ফোরণে কারা জড়িত, বিস্ফোরক কোথা থেকে এসেছিল, কার নির্দেশে হামলার ছক—- সবটাই দেখা হবে তদন্তে।

উল্লেখ্য, মুর্শিদাবাদের নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে গত ২৬ ফেব্রুয়ারি গ্রেফতার করা হল দু’জনকে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সইদুল শেখ ও আবু সামাদ। দু’জনের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকায়। ১৭ ফেব্রুয়ারি নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণ হয়।

আরও পড়ুন: ভোট আবহে তৃণমূল নেতার বাড়িতে ‘বিস্ফোরণ’! উড়ে গেল ছাদ

বিস্ফোরণে জখম হয়েছিলেন রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন-সহ বেশ কয়েক জন। বিস্ফোরণে জাকিরের হাতের আঙুল এবং বাঁ পা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার এক সপ্তাহের মধ্যে ২ জনকে গ্রেফতার করে এনআইএ। ধৃতদের সঙ্গে জঙ্গিযোগ আছে কি না, ধৃতদের জেরা করে এই বিষয়ে আরও তথ্য জোগাড় করার চেষ্টা করছেন তদন্তকারীরা।