Kabir Suman: চলে গেলেন বুদ্ধ, ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুললেন কবীর সুমন

Kabir Suman: ২০০৪ সালের ১৪ অগস্ট। আজ কুড়ি বছর আগে এক কিশোরীকে ধর্ষণ ও খুনের অভিযোগে ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের। তখন বাংলায় বামফ্রন্টের শাসন। মসনদে বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও গোটা বিচারপক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল ধনঞ্জয়ের পরিবার।

Kabir Suman: চলে গেলেন বুদ্ধ, ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুললেন কবীর সুমন
কী লিখলেন সুমন? Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Aug 09, 2024 | 7:29 PM

কলকাতা: চলে গিয়েছেন বুদ্ধদেব। শোকের আবহ গোটা রাজ্যেই। বৃহস্পতিবার সকাল ৮টা বেজে ২০ মিনিটে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই বিষাদের সুর আলিমুদ্দিনে। শোকবার্তা এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকেও। এরইমধ্যে এদিন বৃহস্পতিবার ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কথা মনে করালেন কবীর সুমন। তাঁর বিচার, তাঁর ফাঁসির আদেশ, গোটা পর্ব নিয়ে তুলে দিলেন একগুচ্ছ প্রশ্ন। যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে নানা মহলে। 

ফেসবুকে সুমন লিখছেন, ‘ধনঞ্জয় চট্টোপাধ্যায়। আপনাকে ভুলিনি ভুলব না। নিতান্ত Circumstancial Evidence এর ভিত্তিতে আপনার ফাঁসি হয়েছিল। সে সময়ের রাজ্য সরকার প্রধানের স্ত্রী ফাঁসুড়ে নাটা মল্লিককে নিয়ে পথসভা করেছিলেন – আপনাকে ফাঁসি দেওয়ার পক্ষে জনমত জাগিয়ে তুলতে।’ আরও লিখছেন, ‘আমরা কেউ আপনার ফাঁসি আটকাতে পারিনি ধনঞ্জয়। আজ খুব মনে পড়ছে আপনাকে। সত্যি বলতে, আমিও তো ৭৫ পেরোনো বুড়ো। খেয়াঘাটে অপেক্ষায়।’ তার এই পোস্ট নিয়েই নানা মহল থেকে উঠে আসছে নানা ব্যখ্যা। বাড়ছে চাপানউতোর। 

২০০৪ সালের ১৪ অগস্ট। আজ কুড়ি বছর আগে এক কিশোরীকে ধর্ষণ ও খুনের অভিযোগে ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের। তখন বাংলায় বামফ্রন্টের শাসন। মসনদে বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও গোটা বিচারপক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল ধনঞ্জয়ের পরিবার। ফাঁসির সময়েও রাজ্যজুড়ে দানা বেঁধেছিল বিতর্ক। পক্ষে-বিপক্ষে উঠে এসেছিল নানা মত। ফাঁসির পরেও ধনঞ্জয়কে ফাঁসানো হয়েছে বলে লাগাতার সুর চড়িয়েছে পরিবারের সদস্যরা। উগরে দিয়েছেন ক্ষোভ। এমনকী এই ইস্যুর আধারে তো আবার সিনেমাও হয়ে গিয়েছে টলিউডে। সেই ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে তেইশে শ্রাবনে কবীর সুমন পোস্ট করতেই তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা।  

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)