WB Panchayat Election: কবে আসবে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী? কমিশনার বললেন…

State Election Commissioner: বাহিনীর আসা নিয়ে স্পষ্ট করে জানাতে পারলেন না কমিশনার। রাজীব সিনহা বলেছেন, “আমরা এখনও ওদের রিপ্লাই পাইনি। অনেক সময় রাত হয়। আজ পর্যন্ত দেখব। কাল আমরা অ্যাকশন নেব।” তবে কী অ্যাকশন তিনি নেবেন সেই বিষয়টি স্পষ্ট করেননি।

WB Panchayat Election: কবে আসবে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী? কমিশনার বললেন...
রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2023 | 8:43 PM

কলকাতা: পঞ্চায়েত নির্বাচন নিয়ে জটিলতা এখন কাটল না। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার। কিন্তু হাইকোর্টের রায় বহাল রাখে দেশের শীর্ষ আদালত। এর পর ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেটর ও আধিকারিকরা এসেছিলেন কমিশনের অফিসে। শুক্রবার এ নিয়ে আলোচনা করেছেন তাঁরা। শনিবারও হয়েছে আলোচনা। কিন্তু কবে সম্পূর্ণ বাহিনী আসবে তা এখনও জানা যায়নি। এ নিয়ে শনিবার সন্ধ্যায় প্রশ্ন করা হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। সাংবাদিকদের সেই প্রশ্নের জবাবে কমিশনার বলেছেন, “আমরা এখনও ওদের জবাব পাইনি।”

বাহিনীর আসা নিয়ে স্পষ্ট করে জানাতে পারলেন না কমিশনার। রাজীব সিনহা বলেছেন, “আমরা এখনও ওদের রিপ্লাই পাইনি। অনেক সময় রাত হয়। আজ পর্যন্ত দেখব। কাল আমরা অ্যাকশন নেব।” তবে কী অ্যাকশন তিনি নেবেন সেই বিষয়টি স্পষ্ট করেননি।

কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে আলোচনা করতে কমিশনের এসেছিলেন কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেটর ও অন্য আধিকারিকরা। বাহিনী এলেও কোথায় তাদের রাখা হবে, কোথায় মোতায়েন করা হবে- এ ব্যাপারে এখনও কিছুই জানায়নি কমিশন। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠকেও তা স্পষ্ট করা হয়নি বলে জানা যাচ্ছে। এর জেরেই বাহিনীর আসার বিষয়ে বিলম্ব হচ্ছে বলে সূত্রে মারফত জানা যাচ্ছে।

GHORER BIOSCOPE COUNTDOWN