Recruitment Scam: যে সব লাস্যময়ী মেয়েদের সঙ্গে কোমর দুলিয়েছেন হাওড়ার প্রাথমিক শিক্ষক

Shahid Imam on Recruitment Scam : চাকরি বিক্রির অভিযোগে সিবিআই (CBI) গত শুক্রবার যে ৬ জনকে গ্রেফতার করেছে, সেই তালিকাতে রয়েছেন আরামবাগের শাহিদ। তার রঙীন জীবন নিয়েই বর্তমানে চলছে জোর চর্চা।

| Edited By: | Updated on: Feb 19, 2023 | 12:36 PM
নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে ততই চোখ কপালে উঠছে আম-আদমির। সামনে আসছে রাজ্যের নানা প্রান্তের একাধিক দাপুটে তৃণমূল নেতার। তবে ‘স্পট লাইট’ এখন আরামবাগের দাপুটে তৃণমূল (TMC) নেতা তথা হুগলি জেলা তৃণমুলের প্রাক্তন যুব সাধারণ সম্পাদক শাহিদ ইমামের (Shahid Imam) উপর।

নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে ততই চোখ কপালে উঠছে আম-আদমির। সামনে আসছে রাজ্যের নানা প্রান্তের একাধিক দাপুটে তৃণমূল নেতার। তবে ‘স্পট লাইট’ এখন আরামবাগের দাপুটে তৃণমূল (TMC) নেতা তথা হুগলি জেলা তৃণমুলের প্রাক্তন যুব সাধারণ সম্পাদক শাহিদ ইমামের (Shahid Imam) উপর।

1 / 10
তাঁর বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাটের কথা অনেকেরই জানা। তৃণমূলের এই প্রভাবশালী নেতা নিজে মুখে বিভিন্ন সময়ে জানিয়েছেন যে তিনি টলিউডে ও বলিউডে প্রয়োজনায় টাকা ঢেলেছেন। নানা মাধ্যমে রয়েছে তাঁর একাধিক মিউজিক ভিডিয়ো।

তাঁর বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাটের কথা অনেকেরই জানা। তৃণমূলের এই প্রভাবশালী নেতা নিজে মুখে বিভিন্ন সময়ে জানিয়েছেন যে তিনি টলিউডে ও বলিউডে প্রয়োজনায় টাকা ঢেলেছেন। নানা মাধ্যমে রয়েছে তাঁর একাধিক মিউজিক ভিডিয়ো।

2 / 10
তাঁর রঙীন জীবনশৈলী নিয়েই বর্তমানে জোরচর্চা চলছে বাংলার রাজনৈতিক মহলে। টিভির পর্দায় উঠে এসেছে শাহিদ অভিনীত একাধিক গান।

তাঁর রঙীন জীবনশৈলী নিয়েই বর্তমানে জোরচর্চা চলছে বাংলার রাজনৈতিক মহলে। টিভির পর্দায় উঠে এসেছে শাহিদ অভিনীত একাধিক গান।

3 / 10
চাকরি বিক্রির অভিযোগে সিবিআই (CBI) গত শুক্রবার যে ৬ জনকে গ্রেফতার করেছে, সেই তালিকাতে রয়েছেন শাহিদ।

চাকরি বিক্রির অভিযোগে সিবিআই (CBI) গত শুক্রবার যে ৬ জনকে গ্রেফতার করেছে, সেই তালিকাতে রয়েছেন শাহিদ।

4 / 10
তৃণমূল ক্ষমতায় আসার পরেই এলাকার প্রভাবশালী নেতা হয়ে ওঠেন শাহিদ ওরফে মহারাজ ওরফে শুভম। তিনিই আবার মিউজিক ভিডিও করেছেন বিখ্যাত বলিউডি স্টার রাখি সাওয়ান্তের সঙ্গে।

তৃণমূল ক্ষমতায় আসার পরেই এলাকার প্রভাবশালী নেতা হয়ে ওঠেন শাহিদ ওরফে মহারাজ ওরফে শুভম। তিনিই আবার মিউজিক ভিডিও করেছেন বিখ্যাত বলিউডি স্টার রাখি সাওয়ান্তের সঙ্গে।

5 / 10
স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে টলিউডের নায়িকা দর্শনা বণিকের সঙ্গেও। তালিকায় রয়েছে আরও একাধিক নামকরা তারকারাও।

স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে টলিউডের নায়িকা দর্শনা বণিকের সঙ্গেও। তালিকায় রয়েছে আরও একাধিক নামকরা তারকারাও।

6 / 10
শাহিদের বাবা হাসান ইমাম বাম আমলে বিধানসভা ও লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী হয়েছিলেন।

শাহিদের বাবা হাসান ইমাম বাম আমলে বিধানসভা ও লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী হয়েছিলেন।

7 / 10
আরামবাগের মুথাডাঙায় ওষুধের দোকান চালাতেন শাহিদ। তৃণমূল ক্ষমতায় আসার পর শাহিদ হাওড়ার উদয়নারায়নপুরের খলৎপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের চাকরি পান।

আরামবাগের মুথাডাঙায় ওষুধের দোকান চালাতেন শাহিদ। তৃণমূল ক্ষমতায় আসার পর শাহিদ হাওড়ার উদয়নারায়নপুরের খলৎপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের চাকরি পান।

8 / 10
তবে স্কুলে তাঁকে বিশেষ দেখতে পাওয়া যেত না বলে জানিয়েছেন স্কুল পরিচালন সমিতির সদস্য জামাল মণ্ডল। মাঝেমাঝে তাঁকে দেখা গেলেও সিংহভাগ সময় থাকতেন চারচাকাতে বা বুলেটে। কখনও কখনও আবার তাঁকে বিএমডব্লিউ চড়তেও দেখা যেত।

তবে স্কুলে তাঁকে বিশেষ দেখতে পাওয়া যেত না বলে জানিয়েছেন স্কুল পরিচালন সমিতির সদস্য জামাল মণ্ডল। মাঝেমাঝে তাঁকে দেখা গেলেও সিংহভাগ সময় থাকতেন চারচাকাতে বা বুলেটে। কখনও কখনও আবার তাঁকে বিএমডব্লিউ চড়তেও দেখা যেত।

9 / 10
বর্ধমান শহরে রয়েছে তাঁর নিজস্ব ডান্সবার। আরামবাগ শহরে রয়েছে বিরাট বিলাসবহুল বাড়ি। কলকাতা ও মুম্বইয়েও রয়েছে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট। একজন প্রথামিক শিক্ষকের এত টাকা হল কোথা থেকে? প্রশ্ন শুনে শাহিদের প্রতিবেশীরা বলছেন তাঁরা না কি কিছুই জানে না। শুধুই দেখেছেন বিগত কয়েক বছরে ফুলেফেঁপে উঠছেন শাহিদ।

বর্ধমান শহরে রয়েছে তাঁর নিজস্ব ডান্সবার। আরামবাগ শহরে রয়েছে বিরাট বিলাসবহুল বাড়ি। কলকাতা ও মুম্বইয়েও রয়েছে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট। একজন প্রথামিক শিক্ষকের এত টাকা হল কোথা থেকে? প্রশ্ন শুনে শাহিদের প্রতিবেশীরা বলছেন তাঁরা না কি কিছুই জানে না। শুধুই দেখেছেন বিগত কয়েক বছরে ফুলেফেঁপে উঠছেন শাহিদ।

10 / 10
Follow Us: