Madhyamik Student: মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য শহরে গ্রিন করিডর, পুলিশকে ‘বন্ধু’ বললেন আশিকা
Madhyamik Student: বড়বাজারের রাজা কাটরার এক চিলতে ঘরে থাকে আশিকা। বাবা মারা গিয়েছেন। মা এবং দাদা দেশের বাড়িতে গিয়েছেন দাদু মারা যাওয়ার কারণে।
কলকাতা : জীবনের প্রথম বড় পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর উদ্বেগ প্রতিটি পড়ুয়ারই থাকে। রাস্তায় দেরি হলেই বিপদ! আর সেই বিপদ থেকেই এক ছাত্রীকে উদ্ধার করলেন পুলিশ আধিকারিক। পুলিশের গাড়িতেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছল ছাত্রী। ওসি সৌভিক চক্রবর্তীর ব্যবহারে খুশি ওই পরীক্ষার্থী।
বড়বাজারের রাজা কাটরার বাসিন্দা আশিকা সিংহ। শনিবার পোস্তার রাস্তায় আশিকাকে স্কুল ইউনিফর্ম পরে দাঁড়িয়ে থাকতে দেখতে পান হাওড় ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী।
সৌভিকের কথায়, মেয়েটি উদভ্রান্তের মতো ঘুরছিল, কাঁদছিল। সেটা দেখেই তিনি ছাত্রীকে প্রশ্ন করেন, কী হয়েছে। জানা যায় ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে। পরীক্ষাকেন্দ্র শ্যামবাজার আদর্শ শিক্ষা নিকেতন। সময় মতো বাস না পাওয়ায় দেরি হয়ে যাচ্ছিল তার।
সৌভিক পরিস্থিতির গুরুত্ব বিচার করে নিজের সরকারি গাড়িতে তুলে নেন আশিকাকে। বড়বাজার থেকে শ্যামবাজার পর্যন্ত গ্রিন করিডর করে পৌঁছে দেন তিনি। পরীক্ষা শুরু হওয়ার আগেই পৌঁছে যায় আশিকা। পুলিশের এই ভূমিকায় সে খুব খুশি।
বড়বাজারের রাজা কাটরার এক চিলতে ঘরে থাকে আশিকা। বাবা মারা গিয়েছেন। মা এবং দাদা দেশের বাড়িতে গিয়েছেন দাদু মারা যাওয়ার কারণে। একাই বাড়িতে রয়েছেন অশিকা। তাই পরীক্ষার দিনও সঙ্গে ছিল না কেউ। শনিবার ছিল ইংরেজি পরীক্ষা। পুলিশের এই সাহায্য পেয়ে অনেক আত্মবিশ্বাসী আশিকা। সে জানায়, নিজেকে অনেক বেশি সুরক্ষিত মনে হয়েছে। এরপর থেকে পুলিশকে বন্ধু বলে ভাবতে পারবে সে।
ওসি সৌভিক চক্রবর্তী জানান, আশিকাকে সাহায্য করতে পেরে খুশি তিনি। তাকে ঠিক সময়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট জায়গায় যোগাযোগ করে সব সিগন্যাল সবুজ করার ব্যবস্থা করেন তিনি। ফলে পৌঁছতে কোনও অসুবিধা হয়নি তার।