AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Combined Commanders’ Conference: অপারেশন সিঁদুরের পর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, CDS, ৩ সেনা কর্তা, ডোভাল… হচ্ছেটা কী?

Combined Commanders’ Conference in Kolkata: উদ্বোধনী এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিন বাহিনীর প্রধান, ভারতীয় সেনার চিফ অব ডিফেন্স স্টাফ(CDS)-সহ সেনার শীর্ষ কর্তারা থাকবেন। সেনার আগামিদিনের কৌশল এবং সীমান্ত স্ট্র্যাটেজি নিয়ে এই কনফারেন্স হতে চলেছে।

Combined Commanders’ Conference: অপারেশন সিঁদুরের পর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, CDS, ৩ সেনা কর্তা, ডোভাল... হচ্ছেটা কী?
কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, সিডিএস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 08, 2025 | 5:11 PM
Share

কলকাতা: কিছুদিন আগেই মেট্রোর তিনটি নতুন রুটের উদ্বোধনে কলকাতায় এসেছিলেন। ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেনার একটি সম্মেলনের উদ্বোধনে। অপারেশন সিঁদুরের পর দেশের মধ্যে ভারতীয় সেনা এবং কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক হতে চলেছে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে। ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হবে। ১৫ সেপ্টেম্বর ওই কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিন বাহিনীর প্রধান, ভারতীয় সেনার চিফ অব ডিফেন্স স্টাফ(CDS) অনিল চৌহান-সহ সেনার শীর্ষ কর্তারা থাকবেন। সেনার আগামিদিনের কৌশল এবং সীমান্ত স্ট্র্যাটেজি নিয়ে এই কনফারেন্সে আলোচনা হতে চলেছে।

একদিকে গত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশ উত্তপ্ত। পাশাপাশি মায়ানমারের পরিস্থিতিও খুব ভাল নয়। রয়েছে চিন সীমান্ত। এই অবস্থায় কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের জন্য ভারতীয় সেনার পূর্বাঞ্চলের সদর দফতরকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই বৈঠকে শুধুমাত্র স্ট্রাটেজি নিয়ে সিদ্ধান্ত হবে তা নয়। ভারতীয় সেনার একাধিক সংস্কার এবং কীভাবে সীমান্তে নিজেদের আগ্রাসী ভূমিকা পালন করে সুরক্ষিত রাখা হবে দেশকে, সেই বিষয়েও আলোচনা হবে বলে সেনা সূত্রে খবর। প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ক্রমশ আত্মনির্ভরশীল হয়ে উঠছে ভারত। মেক ইন ইন্ডিয়াতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে তৈরি যুদ্ধের সরঞ্জাম বিশ্বের বিভিন্ন দেশে রফতানি অনেকটাই বেড়েছে। শত্রুদেশের আক্রমণের মোকাবিলায় ভারতীয় সেনার হাতে এখন অনেক আধুনিক সরঞ্জাম রয়েছে। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানি সেনার হামলার চেষ্টাকে সফলভাবে প্রতিহত করেছে ভারতীয় সেনা। এবার ফোর্ট উইলিয়ামে এই কনফারেন্স থেকে প্রধানমন্ত্রী সেনার উদ্দেশে কী বার্তা দেন, সেটাই দেখার।