Supreme Court: এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজভবনের সেই অস্থায়ী মহিলা কর্মী
Supreme Court: রাজ্যপাল বাংলার সাংবিধানিক প্রধান। সেক্ষেত্রে সংবিধানের ৩৬১ ধারায় তিনি কিছু আইনি রক্ষাকবচ পান। রক্ষাকবচের জন্য, তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা করা যায় না। কিন্তু এসবের মধ্যেও প্রাথমিক অনুসন্ধান শুরু করেছিল কলকাতা পুলিশ।
কলকাতা: রাজভবনের সেই অস্থায়ী মহিলা কর্মী এবার দ্বারস্থ হলেন সুপ্রিম কোর্টের। জানা যাচ্ছে, শীর্ষ আদালতে একটি রিট পিটিশন দাখিল করেছেন তিনি। রাজ্য-রাজভবন সংঘাতের যে আবহ তৈরি হয়েছে, তাতে এই মহিলা অস্থায়ী কর্মীর শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিছু মন্তব্যকে কেন্দ্র করে মানহানির মামলা করেছেন। বুধবার সেই মামলার শুনানি ছিল হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে।
প্রসঙ্গত, রাজভবনের ওই অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন। কিন্তু রাজ্যপাল বাংলার সাংবিধানিক প্রধান। সেক্ষেত্রে সংবিধানের ৩৬১ ধারায় তিনি কিছু আইনি রক্ষাকবচ পান। রক্ষাকবচের জন্য, তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা করা যায় না। কিন্তু এসবের মধ্যেও প্রাথমিক অনুসন্ধান শুরু করেছিল কলকাতা পুলিশ। এদিকে আবার রাজ্যপালও সাধারণ মানুষকে রাজভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন সিসিটিভি ফুটেজ দেখার জন্য। তিনি বলেছিলেন, রাজ্যের মন্ত্রী ও রাজ্যের পুলিশ ছাড়া যে কেউ সেই ফুটেজ দেখতে পারেন। পরে অবশ্য সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছিল পুলিশ।
উল্লেখ্য, রাজভবনের ওই অস্থায়ী মহিলা কর্মীর অভিযোগ প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে গিয়েছিল চার দিকে। ওই অভিযোগকে কেন্দ্র করে রাজ্য-রাজভবন সংঘাতের আবহ আরও চরমে পৌঁছেছিল। এবার সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল হল এই বিষয়টি নিয়ে। এখন দেখার শীর্ষ আদালত এই মামলাটি গ্রহণ করে কি না।