AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandip Ghosh: চার্জ গঠন হবে, তার আগেই নতুন আবেদন সন্দীপ ঘোষের

Sandip Ghosh: গত বছরের অগস্ট মাসে আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে উত্তাল হয় রাজ্য। মেডিক্যাল কলেজের অন্দরেই ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। এরপর গ্রেফতার হন সন্দীপ ঘোষ।

Sandip Ghosh: চার্জ গঠন হবে, তার আগেই নতুন আবেদন সন্দীপ ঘোষের
আরজি কর মামলাImage Credit: PTI
| Edited By: | Updated on: Mar 12, 2025 | 5:49 PM
Share

কলকাতা: একটি মামলা থেকে অব্যাহতি পেলেও আর এক মামলায় নাম থাকায় এখনও জেলেই থাকতে হচ্ছে আরজি কর আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। কিছুদিনের মধ্যেই সেই মামলায় হবে চার্জ গঠন। চার্জ গঠন পিছনোর জন্য এর আগে মামলা করেছেন সন্দীপ ঘোষ। এবার সন্দীপ ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে চার্জ গঠনের আগেই নতুন আবেদন জানালেন তিনি।

ধর্ষণ ও হত্যা মামলার পর এবার অপর মামলা থেকেও অব্যাহতি চান সন্দীপ ঘোষ। আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন তিনি। তার থেকেই অব্যাহতি চাইলেন এবার। বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে সন্দীপের আইনজীবী মারফত মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জমা পড়েছে। একই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন সন্দীপ ঘনিষ্ঠ সুমন হাজরা, বিপ্লব সিং ও আশরাফ আলি। আগামী ২৫ মার্চ সন্দীপদের এই আবেদনে আপত্তি জানিয়ে সওয়াল করবে সিবিআই।

আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল সন্দীপের বিরুদ্ধে। গত বছরের ডিসেম্বরে সেই মামলা থেকে অব্যাহতি পান তিনি। জামিন পান আর এক অভিযুক্ত, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও। তবে আরজি করে যে আর্থিক দুর্নীতির হদিশ পায় সিবিআই, তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন অধ্যক্ষকে।