TMC joining: ঘর ভাঙল হাত শিবিরের, তৃণমূলে যোগ কংগ্রেস নেতার
সাদ্দাব খান ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত যুব কংগ্রেসে রাজ্য সভাপতি ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু লোকসভা ভোটের আগে হাত শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে গেলেন ওই নেতা।
কলকাতা: লোকসভা ভোটের আগে দলবদল করলেন কংগ্রেস নেতা। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা যখন এ রাজ্যে প্রবেশ করেছে, সেই পরিস্থিতিতেই দল ছাড়লেন যুব কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি। সাদ্দাব খান নামের ওই নেতা শনিবার যোগ দিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে। উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল পরিবারের অন্তর্ভুক্ত হলেন তিনি। কংগ্রেসে গুরুত্ব না পেয়েই দল ছাড়লেন বলে জানিয়েছেন সাদ্দাব।
সাদ্দাব খান ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত যুব কংগ্রেসে রাজ্য সভাপতি ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু লোকসভা ভোটের আগে হাত শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে গেলেন ওই নেতা।
দলবদলের পর সাদ্দাব খান বলেছেন, “আমি তো ওখানে অনেক দিন ধরেই আছি। কিন্তু কাজ তো কিছুই করতে পারছি না। তাই মা-মাটি-মানুষের জন্য কাজ করতে তৃণমূলে এলাম। আমি দলের কর্মসূচির খবর পাচ্ছিলাম না। আমাকেও কোনও কর্মসূচিতে সামিল করা হচ্ছিল না।” যদি এই দলবদল নিয়ে কংগ্রেসের কোনও বক্তব্য পাওয়া যায়নি।