Special Local Trains: চন্দননগরে ঠাকুর দেখতে যাচ্ছেন? আপনার জন্য চলবে স্পেশাল ট্রেন
Jagaddhatri Puja: আগামী সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া-ব্যান্ডেল লাইনে মোট দশটি (পাঁচ জোড়া) স্পেশাল ট্রেন চালানো হবে। এর মধ্যে পাঁচটি আপ ও পাঁচটি ডাউন। এছাড়া হাওড়া-বর্ধমান লাইনেও ছুটবে এক জোড়া স্পেশাল ট্রেন। সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত মধ্যবর্তী সব স্টেশনে থাকবে এই স্পেশাল ট্রেনগুলি।
কলকাতা: জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে ঠাকুর দেখতে যাচ্ছেন? দর্শনার্থীদের জন্য জগদ্ধাত্রী পুজোর মরশুমে চালানো হচ্ছে একগুচ্ছ স্পেশাল ট্রেন। আগামী সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া-ব্যান্ডেল লাইনে মোট দশটি (পাঁচ জোড়া) স্পেশাল ট্রেন চালানো হবে। এর মধ্যে পাঁচটি আপ ও পাঁচটি ডাউন। এছাড়া হাওড়া-বর্ধমান লাইনেও ছুটবে এক জোড়া স্পেশাল ট্রেন। সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত মধ্যবর্তী সব স্টেশনে থাকবে এই স্পেশাল ট্রেনগুলি।
একনজরে দেখে নিন স্পেশাল ট্রেনের তালিকা –
হাওড়া থেকে ব্যান্ডেলগামী স্পেশাল ট্রেন ছাড়বে – বিকেল ৫টা ২০ মিনিটে, সন্ধে ৭টা ৫৫ মিনিটে, রাত সাড়ে ১১টায় এবং রাত সাড়ে ১২টায়। অন্যদিকে ব্যান্ডেল থেকে হাওড়াগামী স্পেশাল ট্রেন ছাড়বে সন্ধে ৬টা ৩৫ মিনিটে, রাত ৯টা ২০ মিনিটে, রাত ১টায় এবং রাত ২টোয়। এর পাশাপাশি হাওড়া থেকে বর্ধমানগামী স্পেশাল ট্রেন ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে। বর্ধমান থেকে হাওড়াগামী স্পেশাল লোকাল ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। ২০/২১ নভেম্বর থেকে ২৩/২৪ নভেম্বর পর্যন্ত চলবে এই স্পেশাল ট্রেনগুলি।
এছাড়া বৃহস্পতিবার (২৪ নভেম্বর) জগদ্ধাত্রী পুজোর বিসর্জন রয়েছে। সেদিনও হাওড়া-ব্য়ান্ডেল-হাওড়া এক জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। হাওড়া থেকে সেটি ছাড়বে রাত ২টো ৩৫মিনিটে এবং ব্যান্ডেল থেকে ছাড়বে ভোর চারটের সময়।
এর পাশাপাশি ৩৬০৮৭ হাওড়া-মসাগ্রাম লোকাল সোম থেকে বুধবার পর্যন্ত মসাগ্রামের বদলে বর্ধমান স্টেশন পর্যন্ত যাবে। তারপর সেটি রাত ১০ টা ১০ মিনিটে স্পেশাল ট্রেন হিসেবে বর্ধমান থেকে ব্যান্ডেল হয়ে হাওড়ায় ফিরবে। মধ্যবর্তী সব স্টেশনে থামবে এই স্পেশাল ট্রেনগুলি।