SSC Recruitment Scam: প্যানেলে নাম নেই, হয়নি ইন্টারভিউ, কীভাবে চাকরি হল জানেই না SSC
SSC Recruitment Scam: সিবিআই রিপোর্টেও এদের নাম রয়েছে। সেই খবর আগেই প্রকাশ করেছিল TV9 বাংলা। এবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে সেই রিপোর্ট জমা পড়েছে। মামলাটির শুনানি রয়েছে সোমবার।
কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি নিয়ে আগেও উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সাদা খাতা জমা দিয়ে প্রার্থীরা চাকরি পেলেন কীভাবে সে সদুত্তর দিতে পারেনি এসএসসি। আর এবার জানা গেল, কোনও ইন্টারভিউ না দিয়েই হয়েছে চাকরি। নাম নেই প্যানেলে, নাম নেই ওয়েটিং লিস্টেও। এ কথা জানাচ্ছে খোদ এসএসসি। কলকাতা হাইকোর্টে সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় একটি রিপোর্ট পেশ করেছে। সেখানেই এই তথ্য উল্লেখ করা হয়েছে। মোট ৫৮ জনের চাকরির ক্ষেত্রে উঠেছে প্রশ্ন।
নবম দশমে ৪০ জন ও একাদশ-দ্বাদশের ক্ষেত্রে ১৮ জনের চাকরি কীভাবে হয়েছে, সেই উত্তর নেই কমিশনের কাছে। জানা গিয়েছে, প্যানেল বা ওয়েটিং লিস্টে নাম নেই তাঁদের। পার্সোনালিটি টেস্টেও বসেননি তাঁরা, অথচ শিক্ষকতার চাকরি করছেন অনায়াসে। কোনও তালিকায় নাম না থাকা সত্ত্বেও এদের চাকরি হয়েছে বলেই এসএসসি-র দাবি।
সিবিআই রিপোর্টেও এদের নাম রয়েছে। সেই খবর আগেই প্রকাশ করেছিল TV9 বাংলা। এবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে সেই রিপোর্ট জমা পড়েছে। মামলাটির শুনানি রয়েছে সোমবার।
ইতিমধ্যেই সিবিআই রিপোর্ট দিয়ে জানিয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি ও নবম-দশমের চাকরি সংক্রান্ত দুর্নীতির তদন্ত শেষ হয়েছে। আদালতে মামলা সংক্রান্ত রিপোর্ট দিয়েছে সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম অভিযুক্ত হিসেবে আরও একবার চিহ্নিত করা হয়েছে। এছাড়া চার্জশিটে নাম রয়েছে আর এক প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীরও।