Sukanya Mondal: গরু পাচার মামলায় দিল্লি ইডি দফতরে হাজিরা দিতে পারেন সুকন্যা: সূত্র
Sukanya Mondal: গরু পাচার মামলায় তদন্তে নেমে অন্তত ১০ বার অনুব্রত মণ্ডলকে তলব করেছিলেন তদন্তকারীরা। এক বার ছাড়া সিবিআই-এর ডাকে খুব একটা কান দেননি অনুব্রত।
কলকাতা: অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে ইডি। এর আগে ২৭ অক্টোবরও তাঁকে ডেকে পাঠিয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা সেদিন এড়িয়ে গিয়েছিলেন তিনি। সেদিন রাতেই ২ নভেম্বর তাঁকে ইডি-র তরফে হাজিরা দেওয়ার কথা জানানো হয়। সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন সুকন্যা। কিন্তু তিনি আদৌ হাজিরা দেবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
গরু পাচার মামলায় তদন্তে নেমে অন্তত ১০ বার অনুব্রত মণ্ডলকে তলব করেছিলেন তদন্তকারীরা। এক বার ছাড়া সিবিআই-এর ডাকে খুব একটা কান দেননি অনুব্রত। শেষমেশ ১১ অগস্ট বোলপুরে তাঁর ঘরে ঢুকেই অনুব্রতকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আপাতত আসানসোল সংশোধনাগারে ঠাঁই অনুব্রতর। একাধিকবার জামিনের আবেদন করেও কাজ হয়নি। গরু পাচার মামলায় প্রথম থেকেই অনুব্রতর কন্যা সুকন্যার দিকে নজর তদন্তকারীদের। সিবিআই এর আগে অনুব্রত মণ্ডলের কন্যা আয়ব্যয় সংক্রান্ত সমস্ত নথি দুবার তলব করেছিল। তদন্তকারীদের দাবি, গরু পাচারের টাকা ঘুরপথে সুকন্যার অ্যাকাউন্টে জমা পড়েছে। তাঁর নামে থাকা রাইস মিলে সেই টাকা পাঠানো হয়েছিল। সেই জন্য তাঁর আয়ব্য়য়ের সমস্ত নথি তলব করা হয়েছিল। এবার সরাসরি সুকন্যাকে দিল্লিতে তলব করা হয়েছে।
সূত্রের খবর, সম্ভবত এবার ইডি দফতরে হাজিরা দেবেন সুকন্যা। হাজিরার প্রস্তুতি হিসাবে প্রয়োজনীয় সমস্ত নথি গুছিয়ে নিয়েছেন তিনি। গরু পাচারের তদন্ত শুরু করতেই তদন্তকারীদের হাতে আসা বিপুল পরিমাণ অঙ্কের টাকার হদিশ। অনুব্রত ও তাঁর মেয়ের অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট সহ কোটি কোটি টাকার খোঁজ মেলে। তদন্তকারীরা জানতে চাইবেন, গরু পাচারের টাকা কার মাধ্যমে কার কার কাছে গিয়েছিল, সেই টাকার বিনিময়ে কারা লাভবান হয়েছিলেন। এক্ষেত্রে সুকন্যার নামটা উঠে আসছে। এবার হাজিরা এড়ালে সুকন্যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হতে পারে। সেই বিষয়টি এড়াতে চাইছেন সুকন্যা।