AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari suspend: উত্তাল বিধানসভা, ফের সাসপেন্ড শুভেন্দু অধিকারী, বেরিয়ে এলেন বিজেপি বিধায়করা

Suvendu Adhikari: ভিনরাজ্যে বাঙালিদের উপর অত্য়াচার করা হয়েছে, এই অভিযোগ নিয়েই আলোচনা চলছিল বিধানসভায়। পরে মেয়ো রোডের ঘটনার প্রসঙ্গ উঠতেই পরিস্থিতি উত্তাল হতে শুরু করে।

Suvendu Adhikari suspend: উত্তাল বিধানসভা, ফের সাসপেন্ড শুভেন্দু অধিকারী, বেরিয়ে এলেন বিজেপি বিধায়করা
বিধানসভার সামনে স্লোগান শুভেন্দুর
| Edited By: | Updated on: Sep 02, 2025 | 3:03 PM
Share

কলকাতা: ফের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্যায়। মঙ্গলবার মেয়ো রোডের ঘটনার প্রসঙ্গ উঠতেই ফুঁসে ওঠেন তৃণমূল বিধায়করা। সেই সময় সেনার পক্ষে স্লোগান তোলেন শুভেন্দু। তারপরই তাঁকে সাসপেন্ড করা হয় বলে দাবি বিরোধী দলনেতার।

সোমবার দুপুরে মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিয়েছে সেনা। ঘটনার পরই ওই স্থানে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুধু তাই নয়, সেনাকে ব্যবহার করে বিজেপি এই কাজ করিয়েছে বলেও তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। আর মঙ্গলবার সেই প্রসঙ্গই ওঠে বিধানসভায়।

এদিন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, “গতকাল সেনাবাহিনী যেভাবে বাংলা ভাষার মঞ্চ ভেঙে দিয়েছে, সেটা ১৯৭১-এর ২৫ মার্চ পাকিস্তান আর্মি যেভাবে খুন করেছিল, তার মতোই।” বিজেপিকে বাংলা বিরোধী বলে সরব হন আর এক মন্ত্রী ফিরহাদ হাকিম। এরপরই উত্তাব বাড়ে। সরব হন বিজেপি বিধায়করা। ‘ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে শুরু করেন শুভেন্দু। বিজেপির ওয়াক আউট করে বেরিয়ে যায়। এরপর আজ, মঙ্গলবারের জন্য শুভেন্দুকে সাসপেন্ড করা হয়।

বাইরে বেরিয়ে শুভেন্দু বলেন, “আমাকে আবারও সাসপেন্ড করা হয়েছে। সেনার হয়ে বলার জন্য সাসপেন্ড হতে হয়েছে। আমি সেনার জন্য গর্ব অনুভব করি।

সোমবার ওই মঞ্চ ভাঙার ক্ষেত্রে সেনার যুক্তি ছিল, অনুমোদনের সময়কাল পেরিয়ে গিয়েছে, তারপরও বাঁধা ছিল মঞ্চ। এরপর অনুমতি পেতে গেলে প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে কথা বলতে হবে বলেও জানিয়েছিল সেনা। তবে মমতার বক্তব্য, আসলে এই কাজ সেনার নয়, বিজেপি সেনাকে কাজে লাগিয়ে মঞ্চ খুলিয়েছে।