Thakurpukur Murder: আড়াই বছর আগের অশান্তিতে একটা থাপ্পড়, শোধ তুলতে ছুরি নিয়ে ঘুরত ‘বন্ধু’!
Thakurpukur Murder: বছর আড়াই আগে কোন একটি ঝামেলার সময় এই অনিমেশ সিং সুবল সরদারকে মেরেছিল। তারপর থেকে মাঝেমধ্যেই রাস্তায় দেখা হলে সুবল সরদারকে ধমকও দিতেন অনিমেশ।পুরনো রাগ মনে পুষে রেখেছিলেন সুবল।
কলকাতা: ঠাকুরপুকুর খুনের নেপথ্যে সেই পুরনো শত্রুতাই। পুলিশের প্রাথমিক তদন্তে তেমনটাই উঠে এল। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, পুরনো শত্রুতার কারণেই খুন হয়েছেন অনিমেশ সিংহ। বুধবার সাতসকালে ঠাকুরপুকুরে নৃশংস হত্যাকাণ্ড ঘটে। বাইক থামিয়ে এলোপাথাড়ি কুপিয়ে প্রকাশ্যে খুন করা হয় অনিমেশকে। এই ঘটনায় পুলিশ সুবল সরদার নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত সুবল সরদার প্রায়ই সঙ্গে একটি ছুরি নিয়ে বের হত। সুযোগ খুঁজতো অনিমেশ সিংকে মারার।
সূত্র মারফত জানা যাচ্ছে, বছর আড়াই আগে কোন একটি ঝামেলার সময় এই অনিমেশ সিং সুবল সরদারকে মেরেছিল। তারপর থেকে মাঝেমধ্যেই রাস্তায় দেখা হলে সুবল সরদারকে ধমকও দিতেন অনিমেশ।পুরনো রাগ মনে পুষে রেখেছিলেন সুবল।
অনিমেশকে একেবারে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করতে থাকেন। তাই পকেটে ছুরি নিয়ে রাস্তায় বের হতেন। তাঁর প্ল্য়ানই ছিল, যখন রাস্তায় ফাঁকা পাবেন অনিমেশকে, সেখানেই শেষ করে দেবেন তাঁকে। পুলিশ জানিয়েছে, জেরায় সেটাই জানিয়েছেন সুবল। তবে এর পিছনে আর কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, চতুর্থীর সকালে ভয়ঙ্কর হত্যাকাণ্ড হয় ঠাকুরপুকুরে। অনিমেশ সিংহ নামে বেহালার বাসিন্দা ওই যুবক বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। তিনি তাঁর বোনকে পড়তে দিতে গিয়েছিলেন। বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এই ঘটনায় একটি ভিডিয়ো পুলিশের হাতে এসেছে। তাতে দেখা গিয়েছে, ফুটপাতের ওপর এক জোড়া চটি পড়ে। পাশেই দাঁড় করানো বাইক। রক্তে ভাসছে রাস্তা। অভিযুক্ত সুবল খুনের পর হেঁটেই পাশের গলি দিয়ে চলে যাচ্ছেন। রাস্তার ওপর বাইক থামিয়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুনের অভিযোগ ওঠে।