Patanjali: ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রসারে বড় অবদান পতঞ্জলির
Patanjali: যোগগুরু রামদেবের নেতৃত্বে পতঞ্জলির যোগপীঠে যোগ, আয়ুর্বেদ এবং প্রাকৃতিক চিকিৎসায় জোর দেওয়া হয়। আধুনিক বিজ্ঞানের হাত ধরে যোগের মাধ্যমে শরীর এবং মনের স্বাস্থ্য সুন্দর রাখার কাজ করে। যার সুফল পাচ্ছে বিশ্ববাসী।

নয়াদিল্লি: পতঞ্জলি শুধু ব্র্যান্ড নয়। আধ্যাত্মিক ও সাংস্কৃতিক আন্দোলনও। কোটি কোটি মানুষকে সুস্থ রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যোগগুরু রামদেব এবং আচার্য বালকৃষ্ণের তত্ত্বাবধানে পতঞ্জলি শুধু ভারতীয় সংস্কৃতি ও পরম্পরাকে পুনর্জীবিত করেনি, তা বিশ্বজুড়ে প্রসার ঘটিয়েছে।
আন্তর্জাতিক ব্র্যান্ডগুলি শুধুমাত্র লাভ-লোকসানের হিসেবে রাখে। সেখানে ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মূল্যবোধকে নিজেদের ব্র্যান্ডে গুরুত্ব দেয় পতঞ্জলি। আত্মনির্ভর হওয়ার দিকে জোর দেয় তারা। ভারতের পরম্পরার দিকে নজর দেয়।
পতঞ্জলির আধ্যাত্মিক মিশন-
এই খবরটিও পড়ুন
যোগগুরু রামদেবের নেতৃত্বে পতঞ্জলির যোগপীঠে যোগ, আয়ুর্বেদ এবং প্রাকৃতিক চিকিৎসায় জোর দেওয়া হয়। আধুনিক বিজ্ঞানের হাত ধরে যোগের মাধ্যমে শরীর এবং মনের স্বাস্থ্য সুন্দর রাখার কাজ করে। যার সুফল পাচ্ছে বিশ্ববাসী। পতঞ্জলির যোগ শিবির ও টিভিতে শোর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে।
বিগত কয়েক দশকে পশ্চিমী জীবনশৈলীর প্রভাবে ভারতের পারম্পরিক চিকিৎসা পদ্ধতি পিছনের সারিতে চলে যাচ্ছিল। কিন্তু, পতঞ্জলি আয়ুর্বেদ, যোগ এবং প্রাকৃতিক চিকিৎসাকে ফের জনপ্রিয় করে তুলেছে। যোগগুরু রামদেব শুধুমাত্র যোগ এবং আয়ুর্বেদের প্রচারক নন, পুরো বিশ্বকে সুস্বাস্থ্য ও স্বাভাবিক জীবনশৈলীর জন্য প্রেরণা জুগিয়ে চলেছেন। তাঁর শিক্ষা শুধু শারীরিক স্বাস্থ্যকে ভাল করে না, মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতির পথ দেখায়। তিনি যে যোগশিক্ষা দেন, তাতে রক্তচাপ, স্থূলতা-সহ নানা রোগ প্রতিরোধ করে।
পতঞ্জলি শুধু ভারতীয় বাজারে নয়, আন্তর্জাতিক বাজারেও ছাপ ফেলেছে। যোগগুরু রামদেব এবং আচার্য বালকৃষ্ণ তাঁদের আয়ের একটা বড় অংশ সামাজিক কল্যাণে খরচ করেন। পতঞ্জলি যোগপীঠ এবং অন্য সংস্থার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য এবং দরিদ্রদের সহায়তায় নানা কর্মসূচি নেওয়া হয়।





