Election Commission: মিলছেই না কয়েকশো বুথের তালিকা, কমিশনকে জানাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর
Election Commission: জানা যাচ্ছে, যাদবপুর, হাওড়ার কিছু বুথের খোঁজ মেলেনি। রাজ্যের মধ্যে একমাত্র কুলপি বিধানসভার একটি বুথেরও ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি সিইও দফতর। অথচ সেখানে প্রায় ২০০-র বেশি বুথ রয়েছে।

কলকাতা: ৮০ হাজার বুথের মধ্যে কয়েকশো বুথের তালিকা খুঁজে না পাওয়ায় ২০০২ সালের ভোটার তালিকা আপলোড করা হবে না। ওই সকল বুথের তালিকা না থাকায় প্রকাশ করা যাচ্ছে না। অনেক জেলা থেকেই এমন তথ্য আসছে বলে খবর। আর তাই নির্বাচন কমিশনকে সেই মর্মে জানাতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (সিইও)। তবে কমিশনের অনুমতি মিললে ২০০৩ সালের ড্রাফ্ট তালিকা প্রকাশ করা হবে।
জানা যাচ্ছে, যাদবপুর, হাওড়ার কিছু বুথের খোঁজ মেলেনি। রাজ্যের মধ্যে একমাত্র কুলপি বিধানসভার একটি বুথেরও ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি সিইও দফতর। অথচ সেখানে প্রায় ২০০-র বেশি বুথ রয়েছে। বীরভূমের রামপুরহাট বিধানসভার একটি বুথের তালিকাই নেই। তালিকা আপলোড হয়নি গাইঘাটা বিধানসভা আসনের প্রায় ১০০টি বুথের। এ রকম বিভিন্ন বিধানসভার অনেক বুথের তালিকা অমিল।
কমিশনের সূত্র অনুযায়ী, অনেক বুথের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না এ কথা ঠিক। আবার অনেক বুথের তালিকা পাওয়া গেলেও তালিকা অস্পষ্ট বা নষ্ট হওয়ার ফলে আপলোড করা যাচ্ছে না। তাই এমন সিদ্ধান্ত।
এই মুহূর্তের সব থেকে বেশি চর্চা চলছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR নিয়ে। বিহারে ইতিমধ্যেই বাদ পড়েছে ৬৫ লক্ষ নাম। বাংলাতেও চলছে SIR জল্পনা। এই আবহের মধ্যে রাজ্যের ২৪টি জেলার ২০০২ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ফেলেছ কমিশন। তবে কাজ আরও বাকি রয়েছে। তার মধ্যেই দেখা গেল কয়েকশো বুথের তালিকা অমিল।

