AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mandal: ‘সুর বদল’ অনুব্রতর, সিবিআইয়ের মুখোমুখি হতে প্রস্তুত কেষ্ট, হাজিরা দিতে চেয়ে নিজেই দিলেন চিঠি

Anubrata Mandal: হাজিরা দিতে চেয়ে নিজেই সিবিআইকে চিঠি দিলেন অনুব্রত মন্ডল। বৃহস্পতিবার সকাল ১০টায় হাজিরার নির্দেশ।

Anubrata Mandal: ‘সুর বদল’ অনুব্রতর, সিবিআইয়ের মুখোমুখি হতে প্রস্তুত কেষ্ট, হাজিরা দিতে চেয়ে নিজেই দিলেন চিঠি
ছবি - হাজিরা দিতে চেয়ে নিজেই লিখলেন চিঠি
| Edited By: | Updated on: May 19, 2022 | 1:26 AM
Share

কলকাতা: একদিকে যখন সিবিআই(CBI) দফতরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে( Partha Chatterjee) জিজ্ঞাসাবাদ নিয়ে সরগরম বাংলার রাজ্য-রাজনীতি, সেখানে এবার অন্য সুর অনুব্রত মন্ডলের (Anubrata Mondal) গলায়। সূত্রের খবর, সিবিআইয়ের মুখোমুখি হতে প্রস্তুত বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা। ইতিমধ্যেই সিবিআই দফতরে হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশও করেছেন তিনি। হাজিরা দিতে চেয়ে এবার নিজেই চিঠি দিয়েছেন সিবিআইকে। ইতিমধ্যেই সিবিআই তাঁর আবেদন মঞ্জুর করেছে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সিবিআই দফতরে যেতে পারেন অনুব্রত। এদিকে সাম্প্রতিক অতীতে বহুবার সিবিআই দফতরে অনুব্রতকে হাজিরা দিতে বলা হলেও নিজাম প্যালেসে যাননি। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 

প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণ দেখালেও আগেই অনুব্রতকে হাজিরার জন্য ২১ তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল সিবিআই। যদিও তার আগেই আইনজীবী মারফৎ চিঠি পাঠিয়ে হাজিরার কথা জানিয়ে দিলেন অনুব্রত। এদিকে গরু পাচার কাণ্ডে অনুব্রতর নাম জড়ানোর পর তা নিয়ে বিগত কয়েক মাস ধরেই তীব্র চাপান-উতর তৈরি হয়েছিল বঙ্গ রাজনীতির ময়দানে। এবার সেই মামলাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই। বৃহস্পতিবার সকালেই এসএসকেএম হাসপাতালে শারীরিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে অনুব্রতর। যদিও তার আগেই তিনি সরাসরি নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা হবেন বলে খবর।

একের পর এক মামলায় হেভিওয়েট নেতা-মন্ত্রীর নাম জড়ানোয় স্বভাবতই অস্বস্তি বেড়েছে রাজ্য সরকারের। যত বড় রাঘববোয়ালই হন না কেন, কলকাতা হাইকোর্টের রায়ে ছাড় পাচ্ছে না কেউই। ছাড় পাননি পার্থ চট্টোপাধ্যায়ের মতো বড় মাপের মন্ত্রীও। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এমতাবস্থায় অনুব্রত যদি বারবার হাজিরা এড়িয়ে যান, তাহলে তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে সরব হতে পারে সিবিআই। চাপ বাড়াতে পারে রাজ্যের শীর্ষ আদালত। আর সে কারণেই আগেভাগে সাবধানী পদক্ষেপ হিসাবেই একেবারে চিঠি দিয়ে সিবিআইয়ের সঙ্গে ‘মোলাকাতের’ বার্তা দিলেন বীরভূমের এই পোড় খাওয়া রাজনীতিবিদ। এদিকে বৃহস্পতিবার প্রায় চার ঘণ্টার জেরা সামলে ‘হাসিমুখে’ পার্থ বাড়ি ফিরলেও, বৃহস্পতিবার দিনের শেষ হাসি অনুব্রত হাসেন কিনা এখন সেদিকেই তাকিয়ে রাজ্য।