Government Hospital: বেসরকারি হাসপাতালে পাচার চিকিৎসা সামগ্রী, কাঠগড়ায় শহরের নামজাদা সরকারি হাসপাতাল
Government Hospital: অভিযোগ, এখানকার এক চিকিৎসক সাধারণ মানুষের করের টাকায় কেনা দামী চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করেছেন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর ক্ষেত্রে। কীভাবে এটা সম্ভব হল? তা নিয়ে উঠছে প্রশ্ন।
কলকাতা: আম-জনতার সিংভাগেরই বিপুল টাকার বিল মিটিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সামর্থ নেই। সে কারণেই জেলা হোক বা কলকাতা, সরকারি হাসাপাতালে প্রতিদিন ভিড় করেন হাজার হাজার মানুষ। কিন্তু, তাঁদের জন্য বরাদ্দ চিকিৎসা সামগ্রীই নাকি বেসরকারি হাসপাতালে পাচার হয়ে যাচ্ছে। অন্তত এমনই অভিযোগ, সরকারি ক্ষেত্রে চোখের রোগের চিকিৎসায় পূর্ব ভারতের উৎকর্ষ কেন্দ্র রিজিওনাল ইন্সটিটিউট অফ অফথ্যালমোলজির বিরুদ্ধে।
অভিযোগ, এখানকার এক চিকিৎসক সাধারণ মানুষের করের টাকায় কেনা দামী চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করেছেন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর ক্ষেত্রে। কীভাবে এটা সম্ভব হল? তা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের খবর, ঘটনার সূত্রপাত গত বছরের নভেম্বরে। রিজিওনাল ইন্সটিটিউট অফ অফথ্যালমোলজিতে এক চিকিৎসাধীন রোগীর অস্ত্রোপচারের জন্য আহমেদ গ্লকোমা ভালভ নামে এক ধরনের বিশেষ ভালভ স্টোর থেকে ইস্যু করা হয়। কী এই ভালভ?
চক্ষু বিশেষজ্ঞ হিমাদ্রী দত্ত বলছেন, “চোখে আমাদের এক ধরনের ফ্লুইড তৈরি হয়। এই ফ্লুইড যে রেটে তৈরি হয় সেই রেটে ড্রেনও হয়ে যায়। কিন্তু, এই কাজে কোনও ধরনের ব্যঘাত ঘটলে সমস্যা হয়। ড্রেনের চ্যানেলে কোনও ব্যক্তির কোনও ব্লকেজ থাকলে তখন চোখের মধ্যে সমস্যা হয়। এই ধরনের অস্ত্রোপচারের সময় ব্যবহার করা হয় এই ভালভ।” স্টোর থেকে এই ধরনের চিকিৎসা সামগ্রী ইস্যু হয়। অভিযোগ, অপারেশন থিয়েটারে তা পৌঁছায়নি। ওটি-র রেজিস্ট্রারে স্টোর থেকে আসা ওই সামগ্রীর কোনও উল্লেখই নেই। এই নিয়ে কেন্দ্রীয় অডিট সংস্থার প্রশ্নবানের মুখে পড়েছে রিজিওনাল ইন্সটিটিউট অফ অফথ্যালমোলজির (RIO) কর্তৃপক্ষ। যা মেনে নিয়েছেন এখানকার হিসাবরক্ষক নিজেই।
হিসাব রক্ষক নগেন্দ্রনাথ মণ্ডল জানাচ্ছেন, সমস্যা হয়েছে। অডিটে উঠে এসেছে। আমাদের থেকে জবাব চাওয়া হয়েছে। RIO সূত্রের খবর, ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালে পাচার হয়ে গিয়েছে এই সামগ্রী। গোটা ঘটনায় নাম জড়িয়েছে RIO-র এক মহিলা চিকিৎসকের। খবর চাউর হতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়ছে স্বাস্থ্য মহলের অন্দরে।