Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোভিড যুদ্ধ জিতে গিয়েছিলেন, তবুও সময়ের আগেই চলে যেতে হল TV9 বাংলার কর্মী দেবাশিসকে!

গ্রাফিক্স রুমটা আজ শূন্যতায় মাখামাখি। কোণের খালি চেয়ারটা দেখে মনে পড়ছে কত স্মৃতি, কত কথা। খবরটা রাতেই এসেছিল। আমাদের দেবাশিস আর নেই।

কোভিড যুদ্ধ জিতে গিয়েছিলেন, তবুও সময়ের আগেই চলে যেতে হল TV9 বাংলার কর্মী দেবাশিসকে!
অনন্তে চলে গেলেন দেবাশিস
Follow Us:
| Edited By: | Updated on: Jun 08, 2021 | 6:44 PM

কলকাতা: কোভিডের সঙ্গে লড়াই করে জিতে গিয়েছিলেন আমাদের প্রিয় দেবাশিসদা। কিন্তু শেষ রক্ষা হল না। হাসপাতাল থেকে ফেরার তিন দিনের মধ্যে হার্ট অ্যাটাক। বৃদ্ধা মা, স্ত্রী, ছেলেকে রেখে চলে গেলেন টিভি নাইন পরিবারের সদস্য দেবাশিস দাস। সোমবার রাত সাড়ে ১১টায় হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় তাঁর। টিভি নাইন বাংলায় গ্রাফিক্স টিমের সদস্য ছিলেন তিনি।

গত ২০ এপ্রিল করোনা ধরা পড়ে দেবাশিসদার শরীরে। সঙ্গে শ্বাসের সমস্যা। সেদিনই হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ মে পর্যন্ত ভেন্টিলেশনে রাখা হয়েছিল। ২৬ তারিখ জেনারেল বেডে শিফট করা হয় তাঁকে। ৪ জুন হাসপাতাল থেকে ছাড়া পান। ফুসফুসের ৮০ শতাংশই বিকল হয়ে গিয়েছিল। বাড়ি ফেরার সময় গলার কাছে একটি নল লাগিয়ে দিয়েছিলেন চিকিৎসকরা। কথা বলতে পারছিলেন না শেষের কয়েকটা দিন। লিখে লিখে সমস্ত কথা বোঝাচ্ছিলেন। সোমবার রাতে সেই নল দিয়ে কোনও ভাবে রক্তক্ষরণ শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকু পাওয়া যায়নি। তাঁর আগেই সব শেষ।

দেবাশিস দাসের প্রায় ২০ বছরের কর্মজীবন। কখনও প্রোডাকশন হাউজে গ্রাফিক্সের কাজ করেছেন, আবার কখনও খবরের চ্যানেলে। এবিপি আনন্দে কাজ করেছেন দীর্ঘদিন। এরপর যোগ দেন একটি আইটি ফার্মে। সেখানেও গ্রাফিক্সেরই কারিকুরি। সেখান থেকে টিভি নাইন বাংলা। শান্ত, কম কথা বলা দেবাশিসদাকে ছাড়া গ্রাফিক্সের ঘরটা, ভাবাই যায় না। সেই মানুষটাকেই চোখের জলে মঙ্গলবার সকালে বিদায় জানাল তাঁর প্রিয়জনেরা। ক্যাওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হল শেষকৃত্য। ভাল থেকো দেবাশিসদা।