Weather Update: বঙ্গে বৃষ্টির কমলা সতর্কতা, কোন কোন জেলা রয়েছে সেই তালিকায়?

Weather Update: আপাতত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত। বিহার এবং সিকিম ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে সেটি।

Weather Update: বঙ্গে বৃষ্টির কমলা সতর্কতা, কোন কোন জেলা রয়েছে সেই তালিকায়?
ফাইল ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2023 | 9:26 AM

কলকাতা: আজ সকাল থেকে কার্যত সূর্যের মুখ দেখেনি শহরবাসী। ভোর থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিছুটা কমলে আকাশের মুখ এখনও ভার। ভারী বৃষ্টি হওয়ায় জলও জমেছে শহরের বেশ কিছু জায়গায়। শুক্রবার সারাদিন আবহাওয়া মোটামুটিভাবে এমনই থাকবে বলে জানা গিয়েছে। শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। শুধু দক্ষিণ নয়, ভাসবে উত্তরও। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে দক্ষিণবঙ্গে আর উত্তরে থাকছে নিম্নচাপ অক্ষরেখার প্রভাব।

জানা গিয়েছে আজ সারাদিন দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে, শনিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত। বিহার এবং সিকিম ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে সেটি। অন্যদিকে, দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবারের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা।

মূলত উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় জারি থাকছে কমলা সতর্কতা। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় শুক্রবার সারাদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। এছাড়া কোচবিহার ও দার্জিলিং জেলায় বৃষ্টি হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থাকবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হতে পারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃষ্টি। রবিবার থেকে কিছুটা কমবে বৃষ্টি।

বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। সোমবারের পর কয়েকদিন আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এছাড়া আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা থাকছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনাতেও। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেও।