Weather Update: মরসুমের শীতলতম দিন, তবে এখনও জাঁকিয়ে ঠান্ডা নয়, কবে থেকে শহরে হাড় কাঁপুনি শীত?

Weather Update: ডিসেম্বরের মাঝামাঝিতেও সেভাবে ঠান্ডা পড়ছে না।

| Edited By: | Updated on: Dec 16, 2022 | 2:06 PM
মাঝ-ডিসেম্বরে শীত হাজির কলকাতায়। উত্তুরে হাওয়া জোরদার হতেই বাড়ল ঠান্ডা। নামল পারদ।

মাঝ-ডিসেম্বরে শীত হাজির কলকাতায়। উত্তুরে হাওয়া জোরদার হতেই বাড়ল ঠান্ডা। নামল পারদ।

1 / 5
কলকাতায় মরশুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।

কলকাতায় মরশুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।

2 / 5
জেলায় ঠান্ডা আরও বেশি। তবে এই দফায় শীতের স্থায়িত্ব নির্ভর করবে নিম্নচাপের উপর।

জেলায় ঠান্ডা আরও বেশি। তবে এই দফায় শীতের স্থায়িত্ব নির্ভর করবে নিম্নচাপের উপর।

3 / 5
বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের উদয় হয়েছে। তার সম্ভাব্য অভিমুখ শ্রীলঙ্কা উপকূল। কিন্তু তার প্রভাবে ফের বায়ুপ্রবাহে বদল আসতে পারে।

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের উদয় হয়েছে। তার সম্ভাব্য অভিমুখ শ্রীলঙ্কা উপকূল। কিন্তু তার প্রভাবে ফের বায়ুপ্রবাহে বদল আসতে পারে।

4 / 5
নিম্নচাপের কারণে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে এখনই জাঁকিয়ে শীত নয় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, জেলাগুলিতেও এখনই ঠান্ডা সেভাবে পড়বে না। ডিসেম্বরের মাঝামাঝিতেও সেভাবে ঠান্ডা পড়ছে না।

নিম্নচাপের কারণে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে এখনই জাঁকিয়ে শীত নয় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, জেলাগুলিতেও এখনই ঠান্ডা সেভাবে পড়বে না। ডিসেম্বরের মাঝামাঝিতেও সেভাবে ঠান্ডা পড়ছে না।

5 / 5
Follow Us: