West Bengal Latest Weather: তৃতীয়া থেকেই শুরু হবে বৃষ্টির খেলা, পুজোর স্পষ্ট আপডেট দিল হাওয়া অফিস
West Bengal, Kolkata Weather Report: জানা যাচ্ছে, উৎসবে ভোগাবে জোড়া নিম্নচাপ। কারণ,বঙ্গোপসাগরে আবার সৃষ্ট হচ্ছে নিম্নচাপ। আর তার জেরেই পুজোর দিনগুলো ভোগাবে বৃষ্টি।আলিপুর আবহাওয়া অফিস বলছে, আজ সোমবার কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টি হবে। মূলত, আজ কলকাতায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

কলকাতা: শেষ মুহূর্তে পুজোর প্রস্তুতি চলছে। পুজোয় বৃষ্টি হবে কি হবে না এই নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। তবে এরই মধ্যে দুঃখের খবর দিল আলিপুর আবহাওয়া অফিস। এবারের পুজোয় বৃষ্টির পূর্বাভাস দিল ওয়েদার অফিস।
জানা যাচ্ছে, উৎসবে ভোগাবে জোড়া নিম্নচাপ। কারণ,বঙ্গোপসাগরে আবার সৃষ্ট হচ্ছে নিম্নচাপ। আর তার জেরেই পুজোর দিনগুলো ভোগাবে বৃষ্টি।আলিপুর আবহাওয়া অফিস বলছে, আজ সোমবার কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টি হবে। মূলত, আজ কলকাতায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গে পাঁচ জেলার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলার কিছু অংশে বৃষ্টি হবে।
আবহাওয়া অফিস একদম স্পষ্ট করে দিয়েছে, তৃতীয়ায় বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হবে। ধীরে-ধীরে শক্তি বাড়িয়ে সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। গন্তব্য ওড়িশা-অন্ধ্র উপকূলে। মূলত, পুজোর শেষ দিকে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টি হতে পারে সব জেলায়। ২৫ সেপ্টেম্বর থেকে মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ।
