West Bengal Weather Forecast: সব নিম্নচাপ জেঁকে ধরছে বাংলাকে, পুজোর এই দিন থেকে বাড়বে বৃষ্টি, বলে দিল হাওয়া অফিস
West Bengal, Kolkata Weather Tomorrow: আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পুজোর ঠিক মুখেই নিম্নচাপের মেলা লাগতে চলেছে বঙ্গোপসাগরে। আগামিকাল, ২২ সেপ্টেম্বর একটি নিম্নচাপ তৈরি হবে বাংলা-বাংলাদেশ উপকূলে। এর প্রভাবে সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতা: দেখতে দেখতেই চলে এল বাঙালির সবথেকে বড় উৎসব, দুর্গাপুজো। আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হচ্ছে দেবীপক্ষের। তবে এবারের পুজোতেও ফাঁড়া সেই বৃষ্টিই। দুর্গাপুজোর মুখে জোড়া নিম্নচাপের পূর্বাভাস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল, ২২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে, কোন কোন জায়গায় সবথেকে বেশি বৃষ্টি হবে, জানিয়ে দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পুজোর ঠিক মুখেই নিম্নচাপের মেলা লাগতে চলেছে বঙ্গোপসাগরে। আগামিকাল, ২২ সেপ্টেম্বর একটি নিম্নচাপ তৈরি হবে বাংলা-বাংলাদেশ উপকূলে। এর প্রভাবে সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। আগামী দুই-তিনদিন এই বৃষ্টি চলবে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়াতেও।
এরপরে তৃতীয়ায় বঙ্গোপসাগরের উপরে আরও একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এই নিম্নচাপই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এখনও পর্যন্ত এই নিম্নচাপের অভিমুখ ওড়িশা-অন্ধ্র প্রদেশের দিকেই। চতুর্থীতে গভীর নিম্নচাপ ঘনীভূত হতে পারে। পঞ্চমীতে ওড়িশা-অন্ধ্র হয়ে স্থলভাগে ঢুকবে গভীর নিম্নচাপ।
এই গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলাতেও। পুজোর শেষের দিকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে নবমী থেকে বৃষ্টি বাড়বে। রাজ্যের উপকূলে ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। উত্তাল হবে সমুদ্র। ২৫ সেপ্টেম্বর থেকে মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
