West Bengal Election 2021 Phase 7 Voting: করোনার বলি বৈষ্ণবনগরের প্রার্থী, মৃত্যুমিছিল অব্যাহত ভোটবঙ্গে

| Edited By: | Updated on: Apr 26, 2021 | 11:52 PM

West Bengal Election 2021 Phase 7 Voting: করোনার বলি বৈষ্ণবনগরের প্রার্থী, মৃত্যুমিছিল অব্যাহত ভোটবঙ্গে
ভাইরাসের এই রূপ নিয়েও রয়েছে উদ্বেগ

সপ্তম দফার ভোটের শেষে উঠে এল দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষের। এ দিন ভোটগ্রহণ চলে পাঁচ জেলার ৩৪ টি কেন্দ্রে। বড় কোনও ঘটনা না ঘটলেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসে। তার মধ্যে সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ে ৭৫.০৬ শতাংশ।

অশান্তির খবর এসেছে মুর্শিদাবাদ থেকে। রানিনগরে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন সংযুক্ত মোর্চার প্রার্থী ঐশী ঘোষ, অভিযোগ তুলেছেন রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারও।

এর মধ্যে এই দফায় সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুর। আর সেখানেই সকালেই ভোট দিয়েছেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়া ওই কেন্দ্রেই ভোট দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবারই প্রথম ভোট দিতে পারবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অসুস্থতার কারণে বাড়ি থেকে বেরতে পারছে না তিনি।

করোনার গ্রাফ উদ্বেগ বাড়াচ্ছে প্রত্যেকদিন। তার মধ্যেই সপ্তমীতে পা দিল গণতন্ত্রের উৎসব। আজ, সোমবার সপ্তম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে রাজ্যে। পাঁচ জেলার ৩৪ আসনে আজ ভোটগ্র্হণ। রয়েছে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র ও হেভিওয়েট প্রার্থী। আজ রাজ্যের চার মন্ত্রীর ভাগ্য নির্ধারণ। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায় প্রমুখ। তারকা প্রার্থী হিসেবে থাকছেন সায়নী ঘোষ, রুদ্রনীল ঘোষরা।

ভোট সংক্রান্ত সারাদিনের সব আপডেট একনজরে:

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 26 Apr 2021 11:49 PM (IST)

    করোনার বলি বৈষ্ণবনগরের প্রার্থী, মৃত্যুমিছিল অব্যাহত ভোটবঙ্গে

    করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বৈষ্ণবনগরের প্রার্থী নির্দল প্রার্থী সমীর ঘোষ। সোমবার বিকেলে তাঁর মৃত্যু হয়। ভোটের বাংলায় এই চতুর্থ প্রার্থী করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। এর আগে জঙ্গিপুর, সামশেরগঞ্জ এবং খড়দহের তৃণমূল প্রার্থীরও মৃত্যু হয়েছে করোনায়।

  • 26 Apr 2021 06:48 PM (IST)

    মুর্শিদাবাদে ভোট পড়ল ৮০.৩০ শতাংশ। দক্ষিণ দিনাজপুরে ৮০.২১ শতাংশ, মালদহে ৭৮.৭৬ শতাংশ ভোট পড়েছে। এছাড়া সন্ধে ৬ টা পর্যন্ত দক্ষিণ কলকাতায় ৫৯.৯১ শতাংশ এবং পূর্ব বর্ধমানে ৭০.৩৪ শতাংস ভোট পড়েছে। এমনই জানাচ্ছে নির্বাচন কমিশনের ‘ভোটার টার্ন আউট’ অ্যাপ।

  • 26 Apr 2021 05:42 PM (IST)

    কলকাতায় সবচেয়ে বেশি ভোট পড়েছে বন্দরে, কম রাসবিহারীতে

    কলকাতা দক্ষিণ কেন্দ্রের বালিগঞ্জে বিকাল ৫ টা পর্যন্ত ভোট ৫৯.৫৯ শতাংশ। ভবানীপুর কেন্দ্রে ৬০.০১ শতাংশ। কলকাতা বন্দর কেন্দ্রে ৬৪.০৯ শতাংশ এবং রাসবিহারীতে ভোট পড়েছে ৫৫.৯৩ শতাংশ। এমনই জানাচ্ছে কমিশনের ‘ভোটার টার্ন আউট’ অ্যাপ।

  • 26 Apr 2021 04:23 PM (IST)

    মাংস-ভাত খাইয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, অভিযোগ অগ্নিমিত্রার

    আসানসোল দক্ষিণ কেন্দ্রের ২৯৪ নম্বর বুথে ভোটারদের পাঁঠার মাংস আর ভাত খাইয়ে ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল। এমনই অভিযোগ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তাঁর কটাক্ষ, ভোট পেতে আজ করুণ দশা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই পাঁঠার মাংস আর ভাত খাইয়ে ভোট টানতে হচ্ছে তাঁদের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

  • 26 Apr 2021 04:16 PM (IST)

    দলীয় উত্তরীয় পরে ভোটকেন্দ্রে তৃণমূল প্রার্থী, উত্তেজনা

    হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কের বিরুদ্ধে দলীয় উত্তরীয় পরে ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ তুলল বিরোধীরা। হবিবপুর বিধানসভার কানতুর্কা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ১৯৩ নম্বর বুথ পরিদর্শনে যান তৃণমূল প্রার্থী। অভিযোগ, সেখানে তিনি দলীয় উত্তরীয় পরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। বলে অভিযোগ বিরোধীদের। ঘটনায় উত্তেজনা।

  • 26 Apr 2021 04:09 PM (IST)

    দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৬৭.২৭%, ভোটের হার বেশি মুর্শিদাবাদে

    সপ্তম দফা ভোটে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৬৭.২৭%। সবচেয়ে বেশি ভোট পড়ল মুর্শিদাবাদ জেলায়, ৭২.৬৬ শতাংশ। এছাড়া দক্ষিণ দিনাজপুর ৭২.৫৮ শতাংশ, মালদহে ৭০.১৪ শতাংশ, দক্ষিণ কলকাতায় ৫২.৯৭ শতাংশ এবং পশ্চিম বর্ধমানে ভোট পড়েছে ৬২.৪২ শতাংশ।

  • 26 Apr 2021 04:02 PM (IST)

    ভবানীপুর মিত্র ইন্সটিটিউশনে ভোট দিলেন মমতা

    ভোট দিয়ে বেরচ্ছেন মুখ্যমন্ত্রী

    ছবি সৌজন্য: ANI

    ভবানীপুর মিত্র ইন্সটিটিউশন এ ভোট দিতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়।

  • 26 Apr 2021 03:45 PM (IST)

    তারাতলায় ফিরহাদ হাকিমকে ঘিরে উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

    সপ্তম দফায় একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। রয়েছেন রাজ্যের চার মন্ত্রী। তাঁদের মধ্যে অন্যতম ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কলকাতা বন্দর (Kolkata port) কেন্দ্রের প্রার্থী তিনি। এ দিন সকাল থেকেই একাধিক অভিযোগ তুলতে দেখা গিয়েছে তাঁকে। আর এবার তাঁকে ঘিরে উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান। বিজেপির ক্যাম্প থেকে তাঁকে উদ্দেশ্য করে সেই স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তৃণমূল প্রার্থী।

    বিস্তারিত পড়ুন: তারাতলায় ফিরহাদ হাকিমকে ঘিরে উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

  • 26 Apr 2021 03:41 PM (IST)

    ভোট দিলেন সাংসদ তথা অভিনেতা দেব

  • 26 Apr 2021 03:39 PM (IST)

    গ্রামপঞ্চায়েত প্রধানই শাসকদলের বুথ এজেন্ট! রতুয়ায় হইচই

    একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তিনিই আবার শাসকদলের বুথ এজেন্ট। অভিযোগ, বুথের ভিতর বসে ভোটারদের প্রভাবিতও করছেন। সোমবার সপ্তম দফার ভোটে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় মালদহের রতুয়ায়। ১৪৮ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি ওয়াকিবহাল নন।

    বিস্তারিত পড়ুন: গ্রামপঞ্চায়েত প্রধানই শাসকদলের বুথ এজেন্ট! রতুয়ায় হইচই

  • 26 Apr 2021 02:36 PM (IST)

    ভোট দিলেন সুব্রত মুখোপাধ্যায়

    আজ রাজ্যের চার মন্ত্রীর ভাগ্য নির্ধারণ। এর মধ্যে রয়েছে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী এ দিন ভোট দিতে যান। জয়ের ব্যাপারে রীতিমতো আত্মবিশ্বাসী তিনি। তাঁর দাবি এই কেন্দ্রে প্রচুর মহিলা ভোটাররা ভোট দিচ্ছেন। তিনি মনে করেন, মহিলা ভোটার মানেই ভোট পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ।

  • 26 Apr 2021 02:17 PM (IST)

    দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়ল ৫৫.১২ শতাংশ

    বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়ল ৫৫.১২ শতাংশ। দক্ষিণ দিনাজপুরে ভোট পড়েছে ৫৮.৮৩ শতাংশ, মালদায় ৫৮.১০ শতাংশ,  মুর্শিদাবাদে ৬০.৫০ শতাংশ, দক্ষিণ কলকাতায় ৪১.৬৬ শতাংশ ও পশ্চিম বর্ধমানে ভোট পড়েছে ৫০.৪৭ শতাংশ।

  • 26 Apr 2021 02:12 PM (IST)

    মালদা: বুথ এজেন্টের ভূমিকায় পঞ্চায়েত প্রধান

    বুথ এজেন্টের ভূমিকায় স্বয়ং পঞ্চায়েত প্রধান।বুথের ভিতরে বসে ভোট প্রভাবিত করছেন। এমনই গুরুতর অভিযোগ তুললেন সংযুক্ত মোর্চা প্রতিনিধির। অভিযোগ মালদার রতুয়া ২ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিবি সেরিনার বিরুদ্ধে। তাঁর স্বামী এলাকার দাপুটে তৃণমূল নেতা মোহব্বত আলী।

    মালতিপুর বিধানসভার অন্তর্গত ১৪৮ নম্বর কুমারগঞ্জ হাই স্কুল বুথে এজেন্টের ভূমিকায় বসে রয়েছেন প্রধান বিবি সেরিনা। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে নির্বাচন কমিশনে। তবু কোনও হেলদোল নেই। সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়। বুথের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারের উত্তর, এজেন্ট যে পঞ্চায়েত প্রধান তা তিনি জানতেন না। অভিযোগকারীর দাবি প্রধান বুথের ভেতরে বসে তৃণমূলের হয়ে ভোট করছেন। আর এখানে পুরো সিস্টেমটাই শাসকদলের হয়ে দালালি করছে।

  • 26 Apr 2021 01:27 PM (IST)

    ভোট বয়কটের ডাক দক্ষিণ দিনাজপুরে তপন বিধানসভার ভোটারদের

    West Bengal Assembly Election 2021 West Bengal Assembly Election 2021 Phase 7 South Dinajpur

    নিজস্ব চিত্র

    ‘সেতু ও রাস্তা দাও- ভোট নাও’ এই দাবিতে ভোট (West Bengal Assembly Election 2021 Phase 7) বয়কটের ডাক দিয়েছেন দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার তপন (Tapan) বিধানসভার জলঘর পঞ্চায়েত এলাকার কাশিয়াডাঙ্গা ছোটদেওড়া গ্রামের বাসিন্দারা।

    বিস্তারিত পড়ুন: ‘ভোট দিতে যাব না কেউই’, লাঠি হাতে রাস্তায় দাঁড়িয়ে গ্রামের মহিলারা!

  • 26 Apr 2021 12:43 PM (IST)

    অগ্নিমিত্রার গাড়ি আটকাল রানিগঞ্জ কেন্দ্রীয় বাহিনী

    agnimitra paul

    নিজস্ব চিত্র।

    বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) গাড়ি আটকাল কেন্দ্রীয় বাহিনী। দেখতে চাওয়া হয় অনুমতিপত্রও। প্রায় ৩০ মিনিট গাড়িতেই বসে থাকতে হয় অগ্নিমিত্রাকে। সোমবার সপ্তম দফার ভোট চলাকালীন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সাহেবগঞ্জে এই ঘটনা ঘটে। অগ্নিমিত্রার অভিযোগ, তৃণমূলের অঙ্গুলিহেলনেই এ ধরনের ঘটনা ঘটছে।

    বিস্তারিত পড়ুন: অগ্নিমিত্রার গাড়ি আটকাল রানিগঞ্জ কেন্দ্রীয় বাহিনী

  • 26 Apr 2021 12:37 PM (IST)

    গঙ্গারামপুরে বিজেপি এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

    BJP

    ফাইল চিত্র।

    সপ্তম দফার ভোটের (West Bengal elections 2021) সকালে বিজেপি এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল গঙ্গারামপুরে। সোমবার ভোটের আগেই পুলিস ওই এজেন্টকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপির দাবি, এভাবে বিজেপিকে প্রতিহত করার চেষ্টা করছে শাসকদল।

    বিস্তারিত পড়ুন: গঙ্গারামপুরে বিজেপি এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

  • 26 Apr 2021 12:35 PM (IST)

    পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ

    Saayoni Ghosh

    নিজস্ব চিত্র।

    সপ্তম দফার ভোট (West Bengal elections 2021) চলাকালীন পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। অভিযোগ, সোমবার বার্নপুরের একটি বুথের সামনে ভিড় করেছিলেন তৃণমূলের লোকজন। পুলিস তা হঠাতে এলে প্রার্থীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। কর্তব্যরত ওই রাজ্য পুলিস আধিকারিক সায়নীকে বলেন, “আগে এই ভিড় হঠান। তার পরে আপনার সঙ্গে কথা বলব।” পাল্টা সায়নীর দাবি, তাঁদের ছেলেদের বিরুদ্ধে ‘বোকা বোকা অভিযোগ আনা হচ্ছে, এক্তিয়ার বহির্ভূতভাবে লাঠি চার্জ করা হচ্ছে’।

    বিস্তারিত পড়ুন: সায়নীকে উদ্ধত তর্জনী পুলিসের ‘মাই নেম ইজ এন মণ্ডল’, ‘ডোন্ট শাউট’ পাল্টা প্রার্থী

  • 26 Apr 2021 12:29 PM (IST)

    তৃণমূল কর্মীর সঙ্গে মদ্যপান পোলিং অফিসারের!

    polling officer got drunk with TMC worker, claims BJP

    অভিযুক্ত পোলিং অফিসার

    তৃণমূল (TMC) কর্মীর সঙ্গে বসে মদ্যপানের অভিযোগ উঠল পোলিং অফিসারের (Polling Officer) বিরুদ্ধে। রাতে্ বুথের বাইরে পুকুর পাড়ে বসে মদ্যপান করছিলেন তিনি। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। এই ঘটনায় কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি (BJP)। কমিশন ব্যবস্থা নেবে বলে আশাবাদী গেরুয়া শিবির।

    বিস্তারিত পড়ুন: তৃণমূল কর্মীর সঙ্গে মদ্যপান পোলিং অফিসারের! ভিডিয়ো প্রকাশ করে অভিযোগ বিজেপির

  • 26 Apr 2021 12:20 PM (IST)

    সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়ল ৩৭.৭২ শতাংশ

    ৩৪ ট আসনে চলছে ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। সকাল ১১ টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৩৭.৭২ শতাংশ। সবথেকে কম ভোটের হার দক্ষিণ কলকাতায়। দক্ষিণ ককাতার চার কেন্দ্রে আজ ভোট। চার কেন্দ্রে ভোট পড়েছে ২৭.৫৬ শতাংশ। এ ছাড়া দক্ষিণ দিনাজপুরে ভোট পড়েছে ৩৯.৫৯ শতাংশ, মালদায় ভোট পড়েছে ৪০.১৫ শতাংশ, মুর্শিদাবাদে ভোট পড়েছে ৪২.৪৩ শতাংশ ও পশ্চিম বর্ধমানে ৩৪.১৭ শতাংশ ভোট পড়েছে।

  • 26 Apr 2021 11:18 AM (IST)

    ভোট দিতে যাওয়ার পথে দম্পতিকে ধারালো অস্ত্রের কোপ

    ভোট (West Bengal Assembly Election 2021 Phase 7) দিতে যাওয়ার পথে এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। তাঁদের হাতে অস্ত্রের কোপ লেগেছে। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা মালদার (Maldah) চাঁচলে।

    বিস্তারিত পড়ুন: ভোট দিতে যাওয়ার পথে দম্পতিকে ধারালো অস্ত্রের কোপ

  • 26 Apr 2021 10:24 AM (IST)

    আসানসোল দক্ষিণ: অস্থায়ী ক্যাম্প ভাঙচুর করলো কেন্দ্রীয় বাহিনী

    আসানসোল দক্ষিণ বিধানসভার জে কে নগর ২৩৮ নম্বর বুথে তৃণমূলের অস্থায়ী ক্যাম্প ভাঙচুর করল কেন্দ্রীয় বাহিনী। পোলিং স্টেশনের ২০০ মিটারের ভেতর ছিল ক্যাম্পটি। তৃণমলের অভিযোগ বিজেপির বুথ ক্যাম্পটিও ২০০ মিটারের মধ্যে। তবু সরানো হয়নি। কিন্ত তৃণমূলের টেবিল চেয়ার উল্টে দিল কেন্দ্রীয় বাহিনী।

  • 26 Apr 2021 10:20 AM (IST)

    বুথের ভিতর থেকে তৃণমূলের এজেন্টের টুপি খুলে নিয়ে চলে এলেন অগ্নিমিত্রা

    West Bengal Assembly Election 2021 Phase 7 TMC Assansol Dakhsin

    নিজস্ব চিত্র

    তৃণমূলের (TMC) এজেন্ট বসেছিলেন বুথের ভিতরে। মাথায় টুপি ছিল তাঁর। বুথ পরিদর্শনে গিয়ে সেই টুপি খুলে নিয়ে বাইরে চলে এলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সপ্তম দফা নির্বাচনে (West Bengal Assembly Election 2021 Phase 7) বেনজির কাণ্ড আসানসোলের দক্ষিণে।  প্রার্থীর কীর্তিতে চমকে উঠলেন প্রত্যেকেই। কী হয়েছে? প্রথমটায় ঠাওর করতে পারেননি কেউই। পরে ফাঁস হয় টুপি-রহস্য।

    বিস্তারিত পড়ুন: থেকে তৃণমূলের এজেন্টের টুপি খুলে নিয়ে চলে এলেন অগ্নিমিত্রা পাল! হতভম্ব সকলেই

  • 26 Apr 2021 10:05 AM (IST)

    সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়ল ১৭.৯৫ শতাংশ

    সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়ল ১৭.৯৫ শতাংশ। মোট চার জেলার ৩৪ আসনে চলছে ভোট গ্রহণ। এর মধ্যে দক্ষিণ দিনাজপুরে ভোট পড়েছে ১৮.৭০ শতাংশ, মালদহে ভোট পড়েছে ১৮.৮৪ শতাংশ, মুর্শিদাবাদে ভোট পড়েছে ১৯.৫৪ শতাংশ, দক্ষিণ কলকাতায় ভোট পড়েছে ১৩.০৯ শতাংশ ও পশ্চিম বর্ধমানে ১৭.০৭ শতাংশ ভোট পড়েছে।

  • 26 Apr 2021 09:58 AM (IST)

    ঐশীকে বুথে ঢুকতে বাধা

    জামুড়িয়ার শালডাঙা বুথে ঢুকতে বাধা দেওয়া হল সংযুক্ত মোর্চার প্রার্থী ঐশী ঘোষকে। বুথ পরিদর্শনে গেলে পরিচয় পত্র দেখিয়ে তিনি জানান যে তিনি প্রার্থী। তারপরও তাঁকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ বাহিনীর বিরুদ্ধে। তিনি অভিযোগ করে বলেন, ‘ডিউটি করতে এসেছেন অথচ কেন্দ্রীয় বাহিনী অনেককে পরিচয় পত্র না দেখেই ঢুকতে দিচ্ছে। এগুলো চক্রান্ত। এগুলো বরদাস্ত করা হবে না।’

  • 26 Apr 2021 08:49 AM (IST)

    ‘বাবুল ভোট দিতে পারছেন না, আমি খুশি’, বললেন সায়নী ঘোষ

    ‘আমি খুশি যে উনি ভোট দিতে পারছেন না।’ ভোটের সকালে বাবুল সুপ্রিম সম্পর্কে বলতে গিয়ে এমনটাই বললেন আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। করোনা আক্রান্ত হওয়ায় বাড়ি থেকে বেরতে পারছে না বলে জানিয়েছেন বাবুল সুপ্রিয়। গতকালই টুইটে জানান সে কথা। এ দিন সায়নী বলেন, ‘কেউ কেউ বাড়িতে থেকে সন্ত্রাস ছড়াতে পারে। কারা সন্ত্রাস ছড়াচ্ছে সবাই জানেন।’

  • 26 Apr 2021 08:34 AM (IST)

    রাসবিহারী কেন্দ্র: বুথে ঢুকতে বাধা প্রার্থী দেবাশিস কুমারকে

    রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ভোট প্রক্রিয়া দেখতে সেখানে গিয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে বলে দেওয়া হয়, ‘প্রার্থীকে ঢুকতে দেওয়া যাবে না।’ আধিকারিকদের তিনি ফোন করলেও তাঁকে সেই কথাই বলে দেওয়া হয়। ‘উদ্দেশ্য নিয়েই এমনটা করা হচ্ছে’, বলে অভিযোগ জানালেন তিনি। তিনি বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী সব জানে। কিন্তু এরা উদ্দেশ্য নিয়ে এই কাজ করছে। প্রার্থী ঢুকতে পারছেন না, এটা আমার কাছে বিস্ময়কর। কিন্তু ভদ্র ভোটাররা দাঁড়িয়ে আছে। তাই কোনও অশান্তি চাই না।’

  • 26 Apr 2021 08:26 AM (IST)

    ‘বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে তৃণমূল’, বললেন অগ্নিমিত্রা

    সকালে বুথ পরিদর্শনে বেরিয়ে অগ্নিমিত্রা বললেন, ‘অনেক জায়গায় ইভিএম মেশন কাজ করছে না। আর কোনও অশান্তির খবর নেই। সবসময় ভয় দেখানোর ঘটনা ঘটে থাকে। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, ২ তারিখের পর তোর বউ-বাচ্চা কেউ বাঁচবে না। কিন্তু মানুষ ভয় পাচ্ছে না, কার তারা জানে, বিজেপিই ক্ষমতায় আসবে।’

  • 26 Apr 2021 08:04 AM (IST)

    সকালেই মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 26 Apr 2021 07:59 AM (IST)

    অশান্তির আশঙ্কা করে পুলিশকে জানিয়েছেন ফিরহাদ হাকিম

    বন্দর এলাকায় শান্তিপূর্ণ ভোট হয়। তবে এবার অশান্তির চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন ফিরহাদ হাকিম। কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ্যের এই মন্ত্রী। এ দিন সকালে বুথ পরিদর্শনে বেরিয়ে তিনি বলেন, ‘তৃণমূলের এজেন্ট কেনার চেষ্টা হতে পারে। আমি পুলিশকে জানিয়েছি।’ কংগ্রেস প্রার্থী ভয় দেখানোর চেষ্টা কর‍ছে বলেও উল্লেখ করেছেন তিনি।

  • 26 Apr 2021 07:53 AM (IST)

    কোভিড প্রোটোকল মেনে ভোট দেওয়ার আর্জি জানালেন প্রধানমন্ত্রী

  • 26 Apr 2021 07:50 AM (IST)

    ‘বিজেপি-তৃণমূল মানষের আশাপূরণ করেনি’, ভোট দিতে এসে বললেন ফুয়াদ হালিম

    ভোট দিলেন বালিগঞ্জ বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থী ফুয়াদ হালিম। তিনি বলেন, আট বছর বিজেপি ও ১০ বছরের তৃণমূল থেকে মানুষের কোনও উপকার করতে পারেনি। তাঁর কথায়, ‘কোভিড পরিস্থিতি বলে দেবে, তৃণমূল ও বিজেপি অপদার্থ প্রশাসনের শাসক। বেড-অক্সিজেনের জন্য কেন্দ্র-রাজ্যে ত্রাহি ত্রাহি অবস্থা, ওষুধের কালোবাজারি চলছে। মানুষ পরিত্রাণ চাইছে।’

  • 26 Apr 2021 07:43 AM (IST)

    বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, ভোটারদের বাধা, উত্তপ্ত রানিনগর

    ভোট সপ্তমীর সকালেই উত্তেজনার খবর। শিরোনামে এল মুর্শিদাবাদের রানিনগর। ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠল এই এলাকা। বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

    বিস্তারিত পড়ুন: বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, ভোটারদের বাধা, উত্তপ্ত রানিনগর

  • 26 Apr 2021 06:56 AM (IST)

    মিত্র ইন্সটিটিউশনে ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক, বসছে সিকিউরিটি গেট

    ভবানীপুর বিধানসভা কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভোট গ্রহণ কেন্দ্র ‘মিত্র ইন্সটিটিউশন’। এই ভোটগ্রহণ কেন্দ্রের ২০৯ নম্বর বুথে আজ ভোট দেবেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে কলকাতা পুলিশের পক্ষ থেকে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হল। বুথের বাইরে বসানো হলো সিকিউরিটি গেট।

  • 26 Apr 2021 06:54 AM (IST)

    কোন ৩৪ আসনে ভোট আজ, রইল তালিকা

    কলকাতা:

    কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ

    মুর্শিদাবাদ:

    ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম

    দক্ষিণ দিনাজপুর:

    কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর

    পশ্চিম বর্ধমান:

    পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি

    মালদা:

    হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া

Published On - Apr 26,2021 11:49 PM

Follow Us: