Calcutta High Court: পুরনিয়োগ মামলায় ধাক্কা রাজ্যের, মামলাই শুনল না ডিভিশন বেঞ্চ
Calcutta High Court: রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানানো হয়।
কলকাতা: পুরসভার নিয়োগ দুর্নীতি (Municipality Scam) মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। মামলা শুনলেন না বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। শুক্রবার এই মামলার শুনানি ছিল। হাইকোর্ট জানায়, মামলাটি এই বেঞ্চের বিচার্য বিষয় নয়। তাই এটা শুনানি করা সম্ভব নয়। এবার প্রধান বিচারপতির বেঞ্চে পাঠানো হয়েছে এই মামলা। পুরসভার নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ বহাল রাখেন বিচারপতি অমৃতা সিনহা। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। শুক্রবার ডিভিশন বেঞ্চ জানায়, এই মামলা বেঞ্চের বিচার্য বিষয়ে (রোস্টার) নেই। এই মর্মে তারা মামলাটি গ্রহণ করেনি।
পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে। এই বিষয়ের তদন্তভার সিবিআইকে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। যা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য। নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানানো হয় নতুন করে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তবে সিবিআই তদন্ত বহাল রাখার নির্দেশ দেন তিনিও।
এরপরই ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আবেদন করে তারা। রাজ্যের বক্তব্য, শিক্ষা সংক্রান্ত মামলায় কীভাবে পুরসভা দুর্নীতির উল্লেখ এবং সিবিআই তদন্ত? তবে এদিন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, যেহেতু পুরসভা সংক্রান্ত কোনও মামলা এই বেঞ্চ শোনে না, তাই এই মামলা এখানে শোনা হচ্ছে না। ফলে নিয়ম মেনে মামলাটি এবার প্রধান বিচারপতির এজলাসে চলে যাবে। তিনি বেঞ্চ ঠিক করে দেবেন। তারপর মামলার শুনানি হবে। সম্ভবত শুক্রবার এ মামলার শুনানি হবে না। অবসরকালীন বেঞ্চে যেতে হবে রাজ্যকে। আলাদা করে উল্লেখ করতে হবে মামলাটি। যদি সেখানেও শোনা না হয়, সেক্ষেত্রে দিন ১৫ অপেক্ষা করতে হবে রাজ্যকে।