আক্রান্ত সামান্য বাড়লেও মৃত্যু কমল অনেকটাই, করোনার মারণ কামড় অব্যাহত নদিয়ায়
West Bengal Covid 19 Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৯ জন। এই একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৯৮১ জন।
কলকাতা: সংক্রমণ ফের একবার মাথাচারা দিলেও রাজ্যের করোনা মৃত্যুর হারে বিরাট স্বস্তি। এ যাবৎ সময়ে সবচেয়ে নীচে নেমে এল দৈনিক মৃত্যুর সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১০০-র বেশি। নমুনা পরীক্ষার সংখ্যাও অবশ্য কিছুটা বেড়েছে। বস্তুত সেই কারণেই উর্ধ্বমুখী হয়েছে সংক্রমণের গ্রাফ। কিন্তু নদিয়া জেলার মৃত্যুতে যেন কিছুতেই রাশ টানা যাচ্ছে না।
বুধবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৯ জন। এই একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৯৮১ জন। গোটা রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৬ জনের। সক্রিয় রোগীর সংখ্যা আরও ১১৮ কমে তা নেমেছে ১২ হাজার ৩৯১-এ। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮ শতাংশ। মৃত্যুর হার ১.১৯ শতাংশে দাঁড়িয়ে। শেষ ২৪ ঘণ্টায় ৫৪ হাজার ৪৩৩ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটির হার বর্তমানে ১.৬০ শতাংশ।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮২ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৮। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-২।
বীরভূম– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৪ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৯ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-০।
হুগলি– গতকাল আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার-১।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৬ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার-১।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।
কলকাতা– গতকাল আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৭ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-১।