Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাধ্যমিকের ফলাফলেই এ বার একাদশেও ‘কিস্তিমাত’, বেনজির সিদ্ধান্ত সংসদের

West Bengal Higher Secondary Education: সংসদের ইতিহাসে এহেন সিদ্ধান্ত এর আগে কখনও নেওয়া হয়েছে কিনা, তা মনে করতে পারছে না শিক্ষামহল।

মাধ্যমিকের ফলাফলেই এ বার একাদশেও 'কিস্তিমাত', বেনজির সিদ্ধান্ত সংসদের
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2021 | 6:27 PM

কলকাতা: করোনার কোপে বেশিরভাগ স্কুলেই চলতি বছর একাদশ শ্রেণির পরীক্ষার আয়োজন করা যায়নি। যার ফলে বেজায় বিপাকে পড়ুয়ারা। কারণ সেই ফলাফলের ভিত্তিতেই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে এ বার আরও এক বেনজির সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর, মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতেই এ বার একাদশ শ্রেণির ফলাফল গণ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদের ইতিহাসে এহেন সিদ্ধান্ত এর আগে কখনও নেওয়া হয়েছে কিনা, তা মনে করতে পারছে না শিক্ষামহল।

সংসদের পক্ষ থেকে বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার ফলাফলকেই একাদশ শ্রেণির রেজাল্ট হিসেবে গণ্য করার অনুমতি দেওয়া হয়েছে। বিভিন্ন স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যাতে পিছিয়ে না পড়েন, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর সংসদ সূত্রে। অর্থাৎ, এ বার মাধ্যমিকের ফলের ভিত্তিতেই স্কলারশিপের আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। যা এতদিন একাদশ শ্রেণির ফলাফলের ভিত্তিতে করা যেত।

কিন্তু মাধ্যমিক এবং একাদশ-দ্বাদশের বিষয় ভিত্তিক মূল্যায়ন ও নম্বর বণ্টনের পদ্ধতিতে তো দিন-রাতের ফারাক। তাহলে কী ভাবে মাধ্যমিকের ফলকেই গণ্য করা হবে একাদশের ফল হিসেবে? এই সমস্যারও সমাধান সূত্র বের করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানা গিয়েছে, মাধ্যমিকে সর্বোচ্চ প্রাপ্ত ৪ টি বিষয়ের নম্বর একত্রে এনে তার ৭০ শতাংশ নম্বরের হার একাদশের প্রাপ্ত নম্বর হিসেবে গণ্য করা হবে।

সংসদের এই সিদ্ধান্ত এককথায় বিরল। এই ধরনের পদক্ষেপ এর আগে কখনই করতে হয়নি শিক্ষা সংসদকে। যদিও চলতি বছর যেভাবে একের পর এক বেনজির সিদ্ধান্ত সংসদ নিয়েছে, তাতে এই সিদ্ধান্ত যে অবাক করার মতো নয়, তা বলাই যায়।

তবে আজকের সিদ্ধান্তের ফলে একটা বিষয় কার্যত দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। তা হল- সংসদ নিজেও পরোক্ষে স্বীকার করে নিচ্ছে যে একাদশে সব স্কুলে সঠিক মূল্যায়ন হয়নি। ঠিক যে কারণে দ্বাদশের ফলপ্রকাশের পর ছাত্রছাত্রীদের নজিরবিহীন বিক্ষোভের সাক্ষী থাকতে হয়েছিল রাজ্যবাসীকে। আরও পড়ুন: নন্দীগ্রাম মামলার স্থানান্তর চেয়ে শীর্ষ আদালতে শুভেন্দু, শুনানি কয়েকমাস পিছিয়ে দিল হাইকোর্ট