Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Junior Doctors: মমতার সোমের বৈঠকে থাকছেন না অনিকেতরা! নেপথ্যে বড় যুক্তি খাড়া প্রতিবাদী চিকিৎসকদের

Junior Doctors: কিন্তু এই বৈঠকে কি উপস্থিত থাকবে আরজি কর-কাণ্ডের অন্যতম প্রতিবাদী চিকিৎসক সংগঠন WBJDF-এর সদস্যরা? গতকাল থেকেই এই প্রসঙ্গে ধোঁয়াশা ছিল তো বটেই। যা কেটেছে আজ।

Junior Doctors: মমতার সোমের বৈঠকে থাকছেন না অনিকেতরা! নেপথ্যে বড় যুক্তি খাড়া প্রতিবাদী চিকিৎসকদের
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2025 | 11:13 AM

কলকাতা: আরজি কর-কাণ্ডের পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে দূরত্ব বেড়েছে চিকিৎসক মহলের একটা বড় অংশের। যা ভোটের বাজারে বিমুখী প্রতিক্রিয়া তৈরি করতে পারে, সেই নিয়ে কোনও সন্দেহই নেই তৃণমূলের অন্দরে।

তাই নতুন বছর পরে থেকেই চিকিৎসক মহলের সঙ্গে সম্পর্কের সেতু মজবুত করতে ময়দানে নেমে পড়েছে ঘাসফুল শিবির। সোমবার অর্থাৎ আজই আবার সেই সম্পর্ক মজবুতের কাজে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আমতলায় চিকিৎসকদের সঙ্গে অভিষেকের বৈঠকের পর এবার ধনধান্যে মুখোমুখি রাজ্যে মুখ্যমন্ত্রী ও চিকিৎসক মহল।

কিন্তু এই বৈঠকে কি উপস্থিত থাকবে আরজি কর-কাণ্ডের অন্যতম প্রতিবাদী চিকিৎসক সংগঠন WBJDF-এর সদস্যরা? গতকাল থেকেই এই প্রসঙ্গে ধোঁয়াশা ছিল তো বটেই। যা কেটেছে আজ। এর আগেও বহু টালবাহানার মধ্যে দিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন তারা। তবে সেবার প্রসঙ্গটা ছিল অন্য। আর এই বার প্রসঙ্গটা আরও ভিন্ন।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে উপস্থিত থাকতে পারেন রাজ্যের আড়াই হাজার চিকিৎসক। তবে থাকছেন না জুনিয়র ডক্টরস ফ্রন্ট বা তিলোত্তমাকাণ্ডের অন্যতম প্রতিবাদী চিকিৎসকরা। ছয় মাস কেটে গেলেও এখনও পূরণ হয়নি বহু দাবি, সেই প্রসঙ্গকে হাতিয়ার করেই মুখ্যমন্ত্রীর বৈঠকে হাজিরা দিতে নারাজ তাঁরা।

অবশ্য, জুনিয়র ডক্টরস ফ্রন্টের চিকিৎসকরা না থাকলেও, সেই সময়কালেই তৈরি হওয়া তাদের পাল্টা সংগঠন জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা আজ উপস্থিত থাকছেন মুখ্য়মন্ত্রীর বৈঠকে।

কী কী বিষয়ে হবে আলোচনা?

সূত্রের খবর, গত কয়েক মাসে রাজ্যে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল হওয়া স্যালাইন-কাণ্ড, জাল ওষুধের অভিযোগ, রেফার রোগ-সহ একাধিক বিষয় নিয়েই যে বিতর্কের জল বয়ে গিয়েছে তাতেই রাশ টানতে চলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রকে ঘিরে ‘ছত্রাকের’ মতো গজানো এই সমস্যাগুলি সমাধান হতে পারে আজকের বৈঠকেই।