MD Selim: কাঁচা বাঁশের উপর সিপিএমের পতাকা, ফেসবুকে ‘ইঙ্গিতবাহী’ পোস্ট সেলিমের
Kunal Ghosh: সিপিএমের রাজ্য সম্পাদকের এই পোস্টকে অত্যন্ত অর্থবহ বলছেন রাজনৈতিক মহল। এবং সিপিএম নেতা কর্মীদের ফেসবুক দেওয়ালে এখন ঘুরছে পোস্টটি। সেই পোস্ট শেয়ার করে পাল্টা কটাক্ষ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের।
কলকাতা: ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে যখন বারবার ২০১৮-এর প্রসঙ্গ আসছে, ঠিক সেইরকম একটা সময়ে ফেসবুকে ইঙ্গিতবাহী পোস্ট করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেলিম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি ছবি শেয়ার করেছেন। একটিতে কাঁচা বাঁশের উপর দাঁ রাখা, সঙ্গে সিপিএমের পতাকা। দু’টি ছবিতে বাঁশের লাঠির উপর পতাকা লাগানো। তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে এক যুবক বসে বাঁশের লাঠি কাটছেন। গ্রামীণ ভাষায় অনেকে একে খেটো বলেন। ছবির ক্যাপশনে লেখা, ‘প্রস্তুতি। ২০১৮ আর ২০২৩ কিন্তু এক নয় …’। সিপিএমের রাজ্য সম্পাদকের এই পোস্টকে অত্যন্ত অর্থবহ বলছেন রাজনৈতিক মহল। এবং সিপিএম নেতা কর্মীদের ফেসবুক দেওয়ালে এখন ঘুরছে পোস্টটি। যদিও এই পোস্টে হিংসার গন্ধ পাচ্ছে রাজ্যের শাসকদল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষও করেছেন এই পোস্ট নিয়ে।
অন্য একজনের শেয়ার করা এই পোস্ট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ লিখেছেন, ‘শান্তির দূত কমরেডগণ। বাংলার সন্ত্রাসের জনক।’
বড় সংখ্যক আসন বিরোধীশূন্য হয়েছিল ২০১৮ সালে। গ্রাম জেতে তৃণমূল। এবারও মনোনয়নপর্ব শুরু হতেই একাধিক মিনাখাঁ, বড়শুল, ডোমকল, ভাঙড়ে হিংসার ছবি দেখা গিয়েছে। তবে এবার প্রথম থেকেই ময়দানে বামেরা। সোমবার মুর্শিদাবাদের রানিনগর কিংবা পূর্ব বর্ধমানের বড়শুলে মনোনয়ন জমাকে কেন্দ্র করে যে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছে। সেখানে দেখা গিয়েছে বামেদের প্রত্যাঘাতের ছবিও। বাঁশে জড়ানো লাল ঝান্ডা। তা নিয়েই ধেয়ে গিয়েছে প্রতিপক্ষের দিকে। রাজনৈতিক মহল বলছে, মহম্মদ সেলিমের পোস্ট বুঝিয়ে দিচ্ছে প্রতিরোধ জোরাল হবে। হবে প্রত্যাঘাতও।