Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Primary TET 2022 Result: প্রত্যেক টেট পরীক্ষার্থীকে ৪ নম্বর দিচ্ছে পর্ষদ, ফল প্রকাশের পরই বড় ঘোষণা

WB Primary TET 2022 Result: ১১ ডিসেম্বর প্রাথমিক টেট হয়েছিল। ২ মাসের মধ্যে টেটের ফল ঘোষণা করা হল।

WB Primary TET 2022 Result: প্রত্যেক টেট পরীক্ষার্থীকে ৪ নম্বর দিচ্ছে পর্ষদ, ফল প্রকাশের পরই বড় ঘোষণা
পর্ষদ সভাপতি গৌতম পাল।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2023 | 3:05 PM

কলকাতা: প্রযুক্তিগত কোনও ত্রুটি রয়েছে, এরকম চারটি প্রশ্নের ক্ষেত্রে ১ নম্বর করে মোট চার নম্বর দেওয়ার কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবারই টেট ২০২২’র (WB Primary TET 2022 Result) ফলপ্রকাশ হয়েছে। সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি বলেন, স্বচ্ছতার সঙ্গে ফলপ্রকাশই পর্ষদের প্রথম দায়িত্ব। তার জন্য সমস্তরকম ব্যবস্থাই নেওয়া হয়েছে। গৌতম পালের কথায়, “আজ এই ফলপ্রকাশের মুহূর্ত পর্যন্ত পর্ষদের কাছে ওএমআর কপি সুরক্ষিত। একেবারে স্বচ্ছতার সঙ্গে এটা আমরা দেখেছি। তারপর ফল প্রকাশ করছি। এর আগে আমরা অ্যানসার কি-ও আপলোড করি। এক সপ্তাহ সময় দিই। প্রার্থীদের বলেছিলাম, উত্তর নিয়ে কারও কোনও আপত্তি থাকলে চ্যালেঞ্জ জানাতে পারেন। তারজন্য অনলাইন চ্যালেঞ্জ ম্যানেজমেন্ট সিস্টেমও কাজ করেছে। সাবজেক্ট এক্সপার্টদের দিয়ে থ্রি টিয়ার ফিল্টারিং হয়েছে। তারপরও সেকেন্ড ওপিনিয়ন নিয়েছি আমরা।”

প্রশ্নপত্রের একটি সেটে ১০৪ নম্বর প্রশ্ন নিয়ে কিছু ত্রুটির অভিযোগ এসেছিল। ইংরেজিতে প্রশ্ন ও অপশন দুই-ই ঠিক। কিন্তু বাংলাতে প্রশ্ন ঠিক থাকলেও উত্তরের জন্য যে চারটি অপশন মার্ক অর্থাৎ এ, বি, সি, ডি থাকে, তাতে এ, সি, এ, সি হয়েছে। 04D সিরিজের প্রশ্নপত্রে এই ত্রুটির বিষয়টি ছিল।

পর্ষদ সভাপতি গৌতম পাল এদিন ফলপ্রকাশের পর জানান, “বুকলেট কোড 04D নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আমরা এক্সপার্ট ওপিনিয়ন নিই। ইংরাজি প্রশ্নে কোনও ত্রুটি ছিল না, কিন্তু বাংলা ভার্সনে অপশন সঠিকভাবে প্রিন্ট হয়নি। টেকনিক্যাল বা প্রিন্টিং এররের জন্য এটা হয়েছে।”

একইসঙ্গে পর্ষদ সভাপতি জানান, এই সমস্যা সমাধানে প্রত্যেক পরীক্ষার্থীকে ১ নম্বর করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। ২০২২ সালের টেটে যতজন পরীক্ষার্থী বসেছেন, সকলেই এই ১ নম্বর পাবেন বলে এদিন জানান গৌতম পাল। তাঁর বক্তব্য, শুধুমাত্র 04D সিরিজের প্রশ্নপত্র যাঁরা পেয়েছেন, তাঁদের দিলে ঠিক হতো না। তাই সকলকেই ১ নম্বর করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইভাবে এনভায়রনমেন্টাল স্টাডিজের একটি প্রশ্ন নিয়েও এরকম ‘টেকনিক্যাল এরর’ হয়। পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, “এনভায়রনমেন্টাল স্টাডিজে বাংলা প্রশ্ন ঠিক ছিল, কিন্তু সেখানে ইংরাজিতে আর্কিটেকচারের জায়গায় আর্কিটেক পড়ে। সেটা টেকনিক্যাল এরর। এখানেও সিদ্ধান্ত হয়েছে প্রত্যেকে নম্বর পাবেন।” এরকমই মোট চারটি প্রযুক্তিগত ত্রুটির ক্ষেত্রে ১ নম্বর করে সকল পরীক্ষার্থীকে মোট ৪ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।