মাঝ ডিসেম্বরে এসে এখন জাঁকিয়ে শীতের অপেক্ষায় রাজ্যবাসী। অগ্রহায়ণের শেষবেলা। পৌষ মাস পড়ল বলে। তবে সেভাবে শীতের কাঁপন এখনও টের পাননি বঙ্গবাসী। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে শুষ্ক, পরিষ্কার আবহাওয়া থাকবে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩° সেলসিয়াসের কাছাকাছি। স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি বেশি। আগামী ২-৩ দিনে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস কিংবা ১৪ ডিগ্রিও ছুঁতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
কলকাতার তুলনায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কম থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের যে পাঁচটি জেলা রয়েছে সেখানকার তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।
অর্থাৎ আগামী পাঁচদিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে সমতলের জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রার সামান্য কমবে। তবে বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস আপাতত উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে নেই।
বছর শেষে জাঁকিয়ে শীত।