Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিধানসভায় আরও কাছাকাছি শুভেন্দু-মুকুল!

Mukul Roy: সোমবার বিধানসভায় শুভেন্দুর ঠিক পাশের বেঞ্চেই বসেছেন মুকুল।

বিধানসভায় আরও কাছাকাছি শুভেন্দু-মুকুল!
অলংকরণ- অভীক দেবনাথ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2021 | 1:16 PM

কলকাতা: এবার বিধানসভায় (West Bengal Assembly) আরও কাছাকাছি শুভেন্দু (Suvendu Adhikari) -মুকুল (Mukul Roy)। বিধানসভায় আসন বদল হল মুকুল রায়ের। আজ, সোমবার বিধানসভায় শুভেন্দুর ঠিক পাশের বেঞ্চেই বসেছেন মুকুল। শুক্রবার অবশ্য তিনি অন্য আসনে বসেছিলেন। আজ সেই আসনে বসলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী।

গত শুক্রবার বিধানসভায় অন্য চেহারা দেখা গিয়েছিল। বিধানসভায় শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ের মাঝে একটা বেঞ্চ ছিল। কিন্তু আজকে দেখা গেল, শুভেন্দু অধিকারী ও মুকুল রায় কাছাকাছি বসেছেন। তবে রাজনীতির নিরিখে নয়, তা অবশ্যই বিধানসভার অধিবেশন কক্ষের আসনে বসার নিরিখে। অবশ্য আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় আসেননি। মুকুল রায় এসেছিলেন। মুকুল রায়ের কাছে যখন এ বিষয়ে জানতে চাওয়া হয়, তিনি এই নিয়ে কোনও মন্তব্য করতে চান নি।

বিধানসভা সূত্রে জানা যাচ্ছে, গত দিন তাঁর যে আসন ছিল, তা নিয়ে ঘরোয়া আলোচনায় আপত্তি জানিয়েছিলেন মুকুল। তাতে সম্মতি দিয়ে মুকুল রায়ের আসন বদলের সিদ্ধান্ত নেয় বিধানসভা। যেহেতু কোভিড পরিস্থিতি চলছে, তাই নিয়মিতভাবেই এই আসন বদল হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

আগের দিন মুকুল রায় যে আসনে বসেছিলেন, তাতে আজ বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী বসেন। এদিন, মুকুল রায়ের বাঁ পাশে বসতে দেখা যায় গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারককে। যদিও রাজনৈতিক ময়দানে বিশ্বনাথ কারক মুকুল অনুগামী বলেই পরিচিত। এখনও পর্যন্ত খাতায় কলমে মুকুল রায় যেহেতু বিজেপি বিধায়ক, তাই তাঁকে কোন আসনে বসানো হবে, তা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: তুষার মেহেতাকে ‘বিজেপির সিক্রেট জেনারেল’ অ্যাখ্যা, আজ তৃণমূলের রাইসিনা অভিযান

উল্লেখ্য, ভোট পরবর্তী বঙ্গে রাজনীতিতে মুকুলের হাত ধরেই শুরু হয়েছে নয়া আবহ ‘ঘর ওয়াপসি’। কৃষ্ণনগর উত্তরে বিজেপির টিকিটে জেতার পর থেকেই দলের সঙ্গে মুকুল রায়ের দূরত্ব বাড়তে শুরু করে। কেন তা আঁচ করতে পারেন না বিশ্লেষকরাও। অনেকেই ভাবেন ছেলে শুভ্রাংশু রাজনৈতিক কেরিয়ায়ের কথা ভেবেই মুকুলের এই সিদ্ধান্ত! মকুলের রাজনৈতিক জীবনের এর পরবর্তী অধ্যায় বঙ্গ রাজনীতিতে জ্বলজ্বল করছে। মুকুলের ঘর ওয়াপসির দিন অর্থাৎ তৃণমূল ভবনের সেই বিশেষ সাংবাদিক বৈঠকে মুকুলের দিকে ধেয়ে এসেছিলেন একান্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন! কিন্তু তার উত্তর মুকুল রায় দেওয়ার আগেই দিয়ে দিয়েছেন খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে ফিরলেও খাতায় কলমে এখনও তিনি বিজেপিরই বিধায়ক। তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছে বিজেপি।

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'