Weather Update: ধীরে ধীরে বদল শুরু আবহাওয়ায়, এবার হালকা শীতের আমেজ বুঝবে একাধিক জেলা…
Weather: কিছুদিন আগেই ঘূর্ণিঝড় সিত্রাং দাপট দেখিয়েছে ওপার বাংলায়। বাংলাদেশে ঝড়ের প্রভাব পড়লেও আবহাওয়ার বেশ কিছুটা বদল এনে দিয়েছে পশ্চিমবঙ্গেও।
কলকাতা: কালীপুজো মিটতেই হালকা শীতের (Winter) আমেজের পূর্বাভাস একাধিক জেলায়। কিছু কিছু জায়গায় রাত বাড়লে কুয়াশাও থাকছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ছটপুজোর দিন সকালে কলকাতার কিছু কিছু জায়গায় কুয়াশা থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া শুষ্ক থাকবে। মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন আগামী পাঁচদিন হবে না।
তবে কলকাতার ক্ষেত্রে মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং দিনের তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি এবং রাতে তাপমাত্রা ২৩ বা ২২ ডিগ্রির কাছাকাছি থাকবে। এখনই সেভাবে শীত না পড়লেও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা কলকাতার তাপমাত্রার থেকে কিছুটা কমই থাকবে। অর্থাৎ হালকা শীতের আমেজ মালুম হবে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার একাংশে।
কিছুদিন আগেই ঘূর্ণিঝড় সিত্রাং দাপট দেখিয়েছে ওপার বাংলায়। বাংলাদেশে ঝড়ের প্রভাব পড়লেও আবহাওয়ার বেশ কিছুটা বদল এনে দিয়েছে পশ্চিমবঙ্গেও। গত কয়েক বছরে বাংলার ঋতুচক্র থেকে কার্যত উধাওই হয়ে গিয়েছিল হেমন্তকাল। শীতও পা রাখত অনেকটা দেরি করেই। তবে এবার ফিরেছে হেমন্ত। কার্তিকের ভোরে হিমের পরশ মিলছে বিভিন্ন জেলায়। লক্ষ্মীপুজোর পর থেকেই বিচ্ছিরি গরম প্রায় নেই বলাই চলে। নিম্নচাপ, সিত্রাং কাটিয়ে কালীপুজোর পর রাত বাড়লে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। বিভিন্ন জেলাতেই এই ছবি। ভোরের দিকেও হালকা পাখা ঘুরলেই মনে হচ্ছে যথেষ্ট।
তবে এবার শীতের আগমন আগেভাগেই হবে কি না তা এখনই স্পষ্ট করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা। কারণ একটাই, আবহাওয়ার খামখেয়ালিপনা। এবার ভুগিয়েছে বর্ষাও। মাঝেমধ্যে নিম্নচাপের বৃষ্টি হলেও এবার বর্ষার আগমন কিন্তু দক্ষিণবঙ্গে দেরিতেই হয়েছে। এমনকী মরসুমের প্রথম দিকে তো রীতিমতো ৫০ শতাংশের উপর ঘাটতি দেখা দিয়েছে বর্ষার বৃষ্টিতে। পরে যদিও নিম্নচাপের বৃষ্টি তা কিছুটা পুষিয়ে দিয়েছে।