Weather Today: লেপ-কাঁথা নয়, তৈরি রাখুন ছাতা! বড়দিনের আগে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
Weather: বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। আজ শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দু' এক জায়গায় হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
কলকাতা: ডিসেম্বরের শুরু থেকেই এবার শীতের আমেজ কলকাতায়। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা রীতিমতো ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়েছে। তবে বছর শেষে আবারও শীতে ছন্দপতন। গত দু’দিনে তাপমাত্রা কিছুটা বেড়েছে। এমনকী রাতের তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। এবার হাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস শোনাল। আজ বৃষ্টি হতে পারে জেলায় জেলায়। আর কলকাতার আকাশের মুখও ভার থাকবে দিনভর।
বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। আজ শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দু’ এক জায়গায় হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
কলকাতা-সহপার্শ্ববর্তী অঞ্চলে আজ দিনভর মেঘলা আকাশ থাকবে। তবে রবিবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। কলকাতার রাতের তাপমাত্রা সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস হবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে।
তবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রামের তাপমাত্রা কিছুটা কমবে। আজ বৃষ্টিও হতে পারে এইসব জেলায়। তবে আগামিকাল ২৪ তারিখ বৃষ্টির সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা বাড়বে। স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে তাপমাত্রা। পাশাপাশি উত্তরবঙ্গে শনিবার মেঘলা আকা। আগামী এক সপ্তাহ শুষ্ক থাকবে আবহাওয়া। দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে বছর শেষের সপ্তাহে।