কয়লা, গরু পাচারের সঙ্গে এ রাজ্যে বালি পাচারের অভিযোগও বিস্তর। দক্ষিণবঙ্গে রূপনারায়ণ, অজয়, দামোদর, ময়ূরাক্ষী, কাঁসাই নদীর চর থেকে দেদার বালি তোলার অভিযোগ ওঠে বিভিন্ন সময়। উত্তরবঙ্গের সঙ্কোশ, রায়ডাক, জলঢাকা, রেতি, ডুডুয়া, তিস্তার চর থেকেও অবৈধভাবে বালি তোলার অভিযোগ রয়েছে। বেআইনিভাবে এই বালি তুলে তা কোটি কোটি টাকায় বিক্রির অভিযোগ ওঠে। অতিরিক্ত বালি বোঝাই লরি, ট্রাকের দাপাদাপিতে রাস্তার যেমন ক্ষতি হয় বলে অভিযোগ ওঠে। একইভাবে ওভারলোড বালির গাড়ি পথদুর্ঘটনার অন্যতম কারণ বলেও অভিযোগ করা হয়। বালি মাফিয়াদের দৌরাত্ম্যে নাজেহাল মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, আসানসোলের মানুষ। প্রায় প্রায়ই বালিবোঝাই ডাম্পারে ধাক্কা খেয়ে পথচারীর মৃত্যুর খবরও সামনে আসে।