Year Ender 2022: ফিরে দেখা: কয়লা-গরু-বালি-শিক্ষক: যে সব দুর্নীতির অভিযোগে বিদ্ধ বাইশ

CBI: গত এক বছরে একের পর এক অভিযোগ উঠেছে কয়লা, বালি, গরু পাচার নিয়ে।

| Edited By: | Updated on: Dec 31, 2022 | 10:24 AM
২০২০ সাল থেকে এ রাজ্যে কয়লা কেলেঙ্কারির 'আত্মপ্রকাশ'। ২০২০ সালের ২৬ নভেম্বর অনুপ মাজি ওরফে লালা নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে কয়লা চোরাচালানের অভিযোগ দায়ের করে সিবিআই। মামলা হয় ইসিএলের কয়েকজন আধিকারিকের নামেও। তদন্ত যত এগোয়, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে একের পর এক। সিবিআইয়ের খাতায়, লালা এই কয়লাকাণ্ডের মূল মাথা। ২০২০'র শেষের দিকে কয়লাকাণ্ডে উঠে আসে বিনয় মিশ্র নামে আরও একটি নাম। দক্ষিণ কলকাতার বাসিন্দা বিনয় তৃণমূলের যুব নেতা ছিলেন। সিবিআইয়ের কেস ডায়েরিতে বিনয়ের পরিচয়, রাজ্যের একজন প্রথম সারির নেতা এবং অনুপ মাজি ওরফে লালার ‘প্রটেক্টর’ হিসাবে।

২০২০ সাল থেকে এ রাজ্যে কয়লা কেলেঙ্কারির 'আত্মপ্রকাশ'। ২০২০ সালের ২৬ নভেম্বর অনুপ মাজি ওরফে লালা নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে কয়লা চোরাচালানের অভিযোগ দায়ের করে সিবিআই। মামলা হয় ইসিএলের কয়েকজন আধিকারিকের নামেও। তদন্ত যত এগোয়, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে একের পর এক। সিবিআইয়ের খাতায়, লালা এই কয়লাকাণ্ডের মূল মাথা। ২০২০'র শেষের দিকে কয়লাকাণ্ডে উঠে আসে বিনয় মিশ্র নামে আরও একটি নাম। দক্ষিণ কলকাতার বাসিন্দা বিনয় তৃণমূলের যুব নেতা ছিলেন। সিবিআইয়ের কেস ডায়েরিতে বিনয়ের পরিচয়, রাজ্যের একজন প্রথম সারির নেতা এবং অনুপ মাজি ওরফে লালার ‘প্রটেক্টর’ হিসাবে।

1 / 6
কয়লা পাচার মামলা (প্রতীকী ছবি)

কয়লা পাচার মামলা (প্রতীকী ছবি)

2 / 6
কয়লা পাচার মামলার সঙ্গে এক অদ্ভূত বিনি সুতোর মালায় জড়িয়ে গিয়েছে গরু পাচার মামলাও। মাঝে মধ্যে অনেকেই গুলিয়ে ফেলেন, কার বিরুদ্ধে কয়লা পাচার মামলায় অভিযোগ রয়েছে আর কার বিরুদ্ধে গরু পাচার মামলায় অভিযোগ। ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারের অভিযোগ দীর্ঘদিনের। সেই সমস্যাই আইনি জটিলতায় গত এক বছর ধরে। কোটি কোটি টাকার এই অবৈধ ব্যবসা সীমান্তে চলে বলে দাবি সিবিআই, ইডির। এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। গ্রেফতার হয়েছেন তাঁর ছায়াসঙ্গী সেহেগল হোসেন।

কয়লা পাচার মামলার সঙ্গে এক অদ্ভূত বিনি সুতোর মালায় জড়িয়ে গিয়েছে গরু পাচার মামলাও। মাঝে মধ্যে অনেকেই গুলিয়ে ফেলেন, কার বিরুদ্ধে কয়লা পাচার মামলায় অভিযোগ রয়েছে আর কার বিরুদ্ধে গরু পাচার মামলায় অভিযোগ। ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারের অভিযোগ দীর্ঘদিনের। সেই সমস্যাই আইনি জটিলতায় গত এক বছর ধরে। কোটি কোটি টাকার এই অবৈধ ব্যবসা সীমান্তে চলে বলে দাবি সিবিআই, ইডির। এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। গ্রেফতার হয়েছেন তাঁর ছায়াসঙ্গী সেহেগল হোসেন।

3 / 6
এই মামলার মূল মাথা হিসাবে অভিযুক্ত এনামুল হক রয়েছেন তিহাড় জেলে। বিএসএফের প্রাক্তন কর্তা সতীশ কুমারও এই মামলাতেই গ্রেফতার হয়েছিলেন। এনামুলের টাকায় সিনেমা করার অভিযোগে নিজাম প্যালেসে ডাক পড়েছিল সাংসদ-অভিনেতা দেবের। বিএসএফের একাংশের বিরুদ্ধেও এই বড়সড় চোরা কারবারে মদতের অভিযোগ রয়েছে। রাজ্য পুলিশের একাংশের বিরুদ্ধেও অভিযোগ কম নেই। প্রাক্তন আইপিএস তথা মেদিনীপুরের ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে সমন‑ পাঠিয়েছে ইডি। তদন্তকারীদের দাবি, কয়লা এবং গরু পাচার দুই ক্ষেত্রেই তদন্তে কিছু মিল উঠে এসেছে। এমন বহু প্রভাবশালীই তদন্তকারীদের স্ক্যানারে, যাঁরা এই দুই ক্ষেত্র থেকেই লাভের গুড় খেয়েছেন বলে অভিযোগ।

এই মামলার মূল মাথা হিসাবে অভিযুক্ত এনামুল হক রয়েছেন তিহাড় জেলে। বিএসএফের প্রাক্তন কর্তা সতীশ কুমারও এই মামলাতেই গ্রেফতার হয়েছিলেন। এনামুলের টাকায় সিনেমা করার অভিযোগে নিজাম প্যালেসে ডাক পড়েছিল সাংসদ-অভিনেতা দেবের। বিএসএফের একাংশের বিরুদ্ধেও এই বড়সড় চোরা কারবারে মদতের অভিযোগ রয়েছে। রাজ্য পুলিশের একাংশের বিরুদ্ধেও অভিযোগ কম নেই। প্রাক্তন আইপিএস তথা মেদিনীপুরের ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে সমন‑ পাঠিয়েছে ইডি। তদন্তকারীদের দাবি, কয়লা এবং গরু পাচার দুই ক্ষেত্রেই তদন্তে কিছু মিল উঠে এসেছে। এমন বহু প্রভাবশালীই তদন্তকারীদের স্ক্যানারে, যাঁরা এই দুই ক্ষেত্র থেকেই লাভের গুড় খেয়েছেন বলে অভিযোগ।

4 / 6
কয়লা, গরু পাচারের সঙ্গে এ রাজ্যে বালি পাচারের অভিযোগও বিস্তর। দক্ষিণবঙ্গে রূপনারায়ণ, অজয়, দামোদর, ময়ূরাক্ষী, কাঁসাই নদীর চর থেকে দেদার বালি তোলার অভিযোগ ওঠে বিভিন্ন সময়। উত্তরবঙ্গের সঙ্কোশ, রায়ডাক, জলঢাকা, রেতি, ডুডুয়া, তিস্তার চর থেকেও অবৈধভাবে বালি তোলার অভিযোগ রয়েছে। বেআইনিভাবে এই বালি তুলে তা কোটি কোটি টাকায় বিক্রির অভিযোগ ওঠে। অতিরিক্ত বালি বোঝাই লরি, ট্রাকের দাপাদাপিতে রাস্তার যেমন ক্ষতি হয় বলে অভিযোগ ওঠে। একইভাবে ওভারলোড বালির গাড়ি পথদুর্ঘটনার অন্যতম কারণ বলেও অভিযোগ করা হয়। বালি মাফিয়াদের দৌরাত্ম্যে নাজেহাল মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, আসানসোলের মানুষ। প্রায় প্রায়ই বালিবোঝাই ডাম্পারে ধাক্কা খেয়ে পথচারীর মৃত্যুর খবরও সামনে আসে।

কয়লা, গরু পাচারের সঙ্গে এ রাজ্যে বালি পাচারের অভিযোগও বিস্তর। দক্ষিণবঙ্গে রূপনারায়ণ, অজয়, দামোদর, ময়ূরাক্ষী, কাঁসাই নদীর চর থেকে দেদার বালি তোলার অভিযোগ ওঠে বিভিন্ন সময়। উত্তরবঙ্গের সঙ্কোশ, রায়ডাক, জলঢাকা, রেতি, ডুডুয়া, তিস্তার চর থেকেও অবৈধভাবে বালি তোলার অভিযোগ রয়েছে। বেআইনিভাবে এই বালি তুলে তা কোটি কোটি টাকায় বিক্রির অভিযোগ ওঠে। অতিরিক্ত বালি বোঝাই লরি, ট্রাকের দাপাদাপিতে রাস্তার যেমন ক্ষতি হয় বলে অভিযোগ ওঠে। একইভাবে ওভারলোড বালির গাড়ি পথদুর্ঘটনার অন্যতম কারণ বলেও অভিযোগ করা হয়। বালি মাফিয়াদের দৌরাত্ম্যে নাজেহাল মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, আসানসোলের মানুষ। প্রায় প্রায়ই বালিবোঝাই ডাম্পারে ধাক্কা খেয়ে পথচারীর মৃত্যুর খবরও সামনে আসে।

5 / 6
 এমনকী গ্রামের ভিতর দিয়েও এই অবৈধ বালি বোঝাই গাড়ির দৌরাত্ম্য দেখা যায়। বালি পাচারকারীদের বিরুদ্ধে এমন অভিযোগও ওঠে, বেআইনি বাঁধ তৈরি করে তারা নদীর গতিপথ বদলে ফেলে। সূত্রের খবর, গরু, কয়লা পাচার মামলার পাশাপাশি ইডির নজরে এই বালি পাচারের কারবারও রয়েছে। বেআইনি বালি ও পাথর পাচার নিয়েও নড়েচড়ে বসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বীরভূমে গরু পাচার মামলার তদন্তে গিয়ে বালি পাচার সংক্রান্ত বেশ কিছু তথ্যও ইডির হাতে উঠে এসেছে বলে খবর। দুর্নীতির চড়কি পাকে কয়লা-গরু-বালি-পাথর সবই মিলেমিশে এক হয়ে গিয়েছে বলে মনে করছে তদন্তকারী সংস্থাগুলি।

এমনকী গ্রামের ভিতর দিয়েও এই অবৈধ বালি বোঝাই গাড়ির দৌরাত্ম্য দেখা যায়। বালি পাচারকারীদের বিরুদ্ধে এমন অভিযোগও ওঠে, বেআইনি বাঁধ তৈরি করে তারা নদীর গতিপথ বদলে ফেলে। সূত্রের খবর, গরু, কয়লা পাচার মামলার পাশাপাশি ইডির নজরে এই বালি পাচারের কারবারও রয়েছে। বেআইনি বালি ও পাথর পাচার নিয়েও নড়েচড়ে বসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বীরভূমে গরু পাচার মামলার তদন্তে গিয়ে বালি পাচার সংক্রান্ত বেশ কিছু তথ্যও ইডির হাতে উঠে এসেছে বলে খবর। দুর্নীতির চড়কি পাকে কয়লা-গরু-বালি-পাথর সবই মিলেমিশে এক হয়ে গিয়েছে বলে মনে করছে তদন্তকারী সংস্থাগুলি।

6 / 6
Follow Us: