EXPLAINED: অভিষেকই লোকসভার লিডার, এক ঢিলে ক’টা পাখি মারলেন মমতা?
Abhishek Banerjee: রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা বড় অংশ এই পদক্ষেপকে আসলে এক ঢিলে অনেকগুলি পাখি মারার সামিল বলেই মনে করছেন। ঠিক কোন কোন পাখি মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তা নিয়েই পুরোদমে আলোচনা চলছে রাজনৈতিক মহলে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের দলনেতা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বা বলা ভাল সর্বসম্মতভাবে তাঁকে এই পদে আনা হচ্ছে তা নিজেই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা বড় অংশ এই পদক্ষেপকে আসলে এক ঢিলে অনেকগুলি পাখি মারার সামিল বলেই মনে করছেন। ঠিক কোন কোন পাখি মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তা নিয়েই পুরোদমে আলোচনা চলছে রাজনৈতিক মহলে। ঠিক কোন রাস্তায় বাজিমাত মমতার? দেখুন, জাতীয় কংগ্রেস ছেড়ে ১৯৯৮ সালে যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেন মমতা সেই সময় তাঁর সঙ্গে একঝাঁক সহকর্মী বা বলা ভাল অনুগামী যুব কংগ্রেস থেকে চলে এসেছিলেন তৃণমূলে। বেশ কয়েকজন প্রবীণ কংগ্রেস নেতাও মমতাকে সঙ্গ দিয়েছিলেন। পরবর্তীকালে আরও কয়েকজন প্রবীণ কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দেন।...
