Jadavpur University Convocation: শেষ পর্যন্ত সমাবর্তন কি হচ্ছে যাদবপুরে? কী বলছেন সদ্য অপসারিত উপাচার্য?

Jadavpur University Convocation: “পাঁচ হাজার পড়ুয়ার দায়িত্ব পুরোটা তো আমার উপর নেই। আমরা গোটা পৃথিবীর মানুষ একজোট হয়ে চলি। রাজ্য সরকার আছে, কেন্দ্রীয় সরকার আছে। আদালতও আছে।” বলছেন বুদ্ধদেব সাউ।

Jadavpur University Convocation: শেষ পর্যন্ত সমাবর্তন কি হচ্ছে যাদবপুরে? কী বলছেন সদ্য অপসারিত উপাচার্য?
বুদ্ধদেব সাউ Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2023 | 6:59 AM

কলকাতা: নাটকের পর নাটক। দড়ি টানাটানি চলছিলই। শেষ পর্যন্ত যাদবপুরে সমাবর্তনের আগের রাতেই ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউকে পদ থেকে সরিয়ে দিয়েছে রাজভবন। যা নিয়ে বিস্তর চাপানউতোর শিক্ষামহলে। এদিকে রবিবারই আবার যাদবপুরে বিশেষ সমাবর্তন হওয়ার কথা। শেষবেলার প্রস্তুিতও শেষ। এমতাবস্থায় রাজভবনের নয়া নির্দেশিকায় জোর শোরগোল যাদবপুরের অন্দরে। কিন্তু, সমাবর্তন কী হচ্ছে? এই প্রশ্নই এখন ঘুরছে নানা মহলে। কী বলছেন বুদ্ধদেব সাউ? 

‘সব জানে রাজভবন’

“পুজোর আগেই সমাবর্তন নিয়ে চিঠি দেওয়া হয়েছিল রাজভবনে। আমি নিজে গিয়ে দেখা করেছিলাম। তারপরই প্রস্তুতি শুরু হয়েছে। তারপর রেজাল্ট রেডি হয়। সেটা হতে সময় লাগে। কারণ পুজোর পরেও অনেকের রিভিউ ছিল, রেজাল্ট বেরিয়েছি। সব কিছু রেডি হওয়ার পরেই প্রস্তুতি নিতে হয়। তাই  পুজোর আগে রাজভবনে জানানো হয়েছিল। বিশেষ সমাবর্তন হবে বলেও হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করা হয়েছিল।” 

‘ইসরোর চেয়ারম্যানকে ডাকার কথা বলেছিলেন’

“ইউজিসির চেয়ারম্যান, এআইসিটির চেয়ারম্যানের বিষয়েও রাজভবনে জানানো হয়েছিল। তারপর আচার্য স্যার একটা পরিবর্তনও করেছিলেন। আমরা প্রথমে ইউজিসির চেয়ারম্যানকে এক নম্বরে রেখেছিলাম। ওনার কথা মতো আমরা ইসরোর চেয়ারম্যানকে এক নম্বরে নিয়ে আসি। এসব ঘটনা নিশ্চয় মনে থাকবে। ইসরোর চেয়ারম্যানকে আমন্ত্রণও জানান। উনি ব্যস্ত ছিলেন। তাই ইউজিসির চেয়ারম্যানকে জায়গা দেওয়া হয়। ফলে রাজভবন প্রথম থেকেই জানে। সেটা পুজোর আগে থেকে জানে। সেটা অস্বীকার করলে সঠিক নয়। আর এমন কোনও বিরুদ্ধ পরিবেশ ঘটেনি যে কনভোকেশন বন্ধ হয়ে যাবে। টাকা পয়সাও সব বরাদ্দ হয়ে গিয়েছিল আগেই।” 

সমাবর্তন কী হচ্ছে? 

“পাঁচ হাজার পড়ুয়ার দায়িত্ব পুরোটা তো আমার উপর নেই। আমরা গোটা পৃথিবীর মানুষ একজোট হয়ে চলি। রাজ্য সরকার আছে, কেন্দ্রীয় সরকার আছে। আদালতও আছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। তারা সবাই রক্ষা করবে। সবাই জানে, শিক্ষিত সমাজ জানে কী ঘটছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাঁরা আছেন তাঁরাও তো দেখতে পাচ্ছেন কী হচ্ছে। আমি আমার বেস্ট করেছি। এখন আমাকে প্রশ্ন করা হলে আমি বলব আপনারা বলুন কী হবে।”