AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bratya vs Shanta: ব্রাত্য বনাম শান্তা, জল কতদূর গড়াল?

Bratya Basu vs Shanta Dutta: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা নিয়ে টানাপোড়েনে জোরদার বিতর্ক দানা বেঁধেছিল। ওইদিন কোনও পরীক্ষা স্থগিত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। তা নিয়েই যত টানাপোড়েন।

Bratya vs Shanta: ব্রাত্য বনাম শান্তা, জল কতদূর গড়াল?
চাপানউতোর চলছেই Image Credit: TV9 Bangla GFX
| Edited By: | Updated on: Sep 17, 2025 | 5:33 PM
Share

একদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য শান্তা দত্ত। বিগত কয়েক সপ্তাহে দুই হেভিওয়েটের মধ্যে বেনজির টানাপোড়েন দেখেছে গোটা রাজ্য। তোলপাড় চলেছে রাজ্যের শিক্ষামহল থেকে রাজনীতির আঙিনাতেও। কখনও ‘আচার্যর দাঁড়ে বাঁধা টুনটুনি’, কখনও আবার কাক বলে তোপ দাগলেন ব্রাত্য বসু। পাল্টা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও তোপের পর তোপ দাগলেন শান্তা। কিন্তু এই টানাপোড়েনকে কীভাবে দেখছে শিক্ষামহল? কী বলছেন শিক্ষাবিদরা? এতকাণ্ডের নেপথ্যেই বা কোন রসায়ন? পক্ষে-বিপক্ষে যদিও উঠে আসছে দু’রকমের মতামত। গেরুয়া শিবিরের একাংশ যেখানে শান্তার পক্ষে সুর চড়াচ্ছে, সেখানে শিক্ষাবিদদের একাংশ শান্তার বিরুদ্ধে তোপ দাগছে।  আসল ঘটনার সূত্রপাত কোথা থেকে?  তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা নিয়ে টানাপোড়েনে জোরদার বিতর্ক দানা বেঁধেছিল। ওইদিন...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন